shono
Advertisement

ফেসবুক বন্ধুদের বিকৃত লালসার শিকার কলেজছাত্র! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

নির্যাতিত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। The post ফেসবুক বন্ধুদের বিকৃত লালসার শিকার কলেজছাত্র! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:51 PM Jan 08, 2020Updated: 04:52 PM Jan 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মগরাহাটের কলেজছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত যুবক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিত ওই যুবক টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু পড়তে না গিয়ে ঋক সরকার নামে ফেসবুকের এক বন্ধুর সঙ্গে দেখা করে সে। এরপর দীর্ঘক্ষণ ওই যুবকের আর কোনও হদিশ মেলেনি। গভীর রাত অসুস্থ ও ক্ষতবিক্ষত অবস্থায় যুবককে উদ্ধার করে এলাকার বাসিন্দারা। তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন নির্যাতিত যুবকের পায়ু থেকে মিলেছে কাঠের টুকরো। তদন্ত নেমে মোবাইলের সূত্র ধরে বুধবার ২ অভিযুক্ত মাধব মণ্ডল ও বসির আলিকে গ্রেপ্তার করে। ধৃতদের মোবাইলে মিলেছে বিকৃত যৌনাচারের বহু ছবি ও ভিডিও।

[আরও পড়ুন: ‘রাজ্যে বন্‌ধ হয়নি, শুধু গুন্ডাগিরি হয়েছে’, সিপিএমকে তোপ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর]

ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে, ঋক সরকার নামে ভুয়ো অ্যাকাউন্টটি ধৃত বসির আলির। তার অভিযোগ, নির্যাতিত ছাত্র নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়ে ফেসবুকে ভাব জমিয়েছিল। মঙ্গলবার তাঁদের দেখা হয়। সামনা সামনি হতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। কিন্তু যৌন নিগ্রহের বিষয়টি অস্বীকার করেছে সে। অভিযুক্ত মাধব মণ্ডলও অভিযোগ অস্বীকার করেছে। তবে ঠিক কী হয়েছিল সেদিন? তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। নির্যাতিত ছাত্রের মোবাইলটি পাওয়া গেলে গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

The post ফেসবুক বন্ধুদের বিকৃত লালসার শিকার কলেজছাত্র! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement