shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'আমার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না', পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের

পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Published By: Suhrid DasPosted: 05:28 PM Jan 21, 2026Updated: 07:00 PM Jan 21, 2026

পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। "আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।" বলে স্লোগান তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার লালমাটির জেলা পুরুলিয়ায় সভা করলেন তিনি।

Advertisement

এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। শুধু তাই নয়, তৃণমূল সরকারের কর্মকাণ্ড নিতেও বার্তা দিয়েছেন। বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার ৬৮০ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে এই জেলায় আরও উন্নয়ন হতে পারত। সেই কথা জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের বিজেপি সরকারকে একশো দিনের কাজের টাকা থেকে এসআইআর ইস্যুতে বাংলা চ্যালেঞ্জ করেছিল। তৃণমূল সরকার প্রথমে একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন। এসআইআর ইস্যুতেও রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই মামলাতেও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলায় মানুষের এই জয়। এমনই বার্তা দিয়েছেন অভিষেক।

"বিজেপির আবর্জনা আছে। সেগুলো আলসার, রেখে দিলে ক্যানসার। এবার বিজেপিকে ৫০টির গণ্ডি পেরতে দেব না।" 

তাঁর কথায়, "বিজেপির আবর্জনা আছে। সেগুলো আলসার, রেখে দিলে ক্যানসার।" আরও একবার বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "এবার বিজেপিকে ৫০টির গণ্ডি পেরতে দেব না।" লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর ২৭ হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়। সেই বার্তাও এদিন দিয়েছেন। বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন তিনি। 

এদিন অভিষেক আরও বলেন, "পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণার ৩ মাসের মধ্যে রেলমন্ত্রকের কাছে এই জেলা থেকে ২০ জন প্রতিনিধিকে নিয়ে যাবে তৃণমূল।রেলের সমস্যা নিয়ে লড়াই করবে তৃণমূল। জুমলা পার্টিকে আমরা ৫০-এর গণ্ডি পেরতে দেব না। বিজেপির সব আছে শুধু মানুষ নেই। তৃণমূলের কিছু নেই, শুধু তৃণমূলের সঙ্গে মানুষ আছে।" সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, "তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে এক ফোনে অভিষেকে ফোন করে জানাবেন। কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement