shono
Advertisement

নবম শ্রেণির ছাত্রীকে জোর করে সিঁদুর পরিয়ে ধর্ষণ বহরমপুরে

ধর্ষকের এরকম মনোবৃত্তির কারণ? The post নবম শ্রেণির ছাত্রীকে জোর করে সিঁদুর পরিয়ে ধর্ষণ বহরমপুরে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Nov 22, 2016Updated: 11:00 AM Nov 22, 2016

নিজস্ব সংবাদদাতা: নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে বিয়ে করে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরু‌দ্ধে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গোয়ালজান পশ্চিমপাড়ায়৷ অভিযুক্ত যুবক ও তার পরিবারের বিরু‌দ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার বাড়ির লোক৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা৷ পুলিশ সূত্রে খবর, গোয়ালজান হাইস্কুলের ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে৷ শনিবার দুপুরে ওই ছাত্রীকে দেখা করতে বলে অভিযুক্ত যুবক৷ এরপর বেড়াতে যাওয়ার অছিলায় কান্দি থানার গোকর্ণে এক বন্ধুর আত্মীয়ের বাড়িতে ওই ছাত্রীকে নিয়ে যায় সে৷ শনিবার রাতেই জোর করে সিঁদুর পরিয়ে তাঁর মেয়ের সঙ্গে সহবাস করে ওই প্রতিবেশী যুবক৷ এমনই অভিযোগ নির্যাতিতার মায়ের৷ ছাত্রীর মা জানান, “ছেলেটির বাড়ির লোকেরা গোটা বিষয়টি জানত৷ রবিবার, ছেলেটির দাদা ও বউদি গোকর্ণে গিয়ে ছেলেটিকে অন্যত্র পাঠিয়ে দেয় এবং মেয়ের সিঁদুর মুছে ওদের বাড়িতে নিয়ে যায় এবং আমাদের খবর দেয়৷”
এদিকে বহরমপুর থানার পুলিশের বিরু‌দ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন ছাত্রীটির বাবা৷ তাঁর অভিযোগ, “শনিবার রাতে লিখিত অভিযোগ করা হলেও পুলিশ ঘটনার তদন্তে যায়নি৷ সোমবার সকালে আসতে বলা হয়৷ এমনকী সোমবারও থানায় ঘণ্টা তিনেক বসিয়ে রাখা হয়৷” যদিও বহরমপুর থানার এক আধিকারিক জানান, “ছাত্রীটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ মেডিক্যালে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে নির্যাতিতার৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে অভিযুক্তরা পলাতক৷”

Advertisement

The post নবম শ্রেণির ছাত্রীকে জোর করে সিঁদুর পরিয়ে ধর্ষণ বহরমপুরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement