shono
Advertisement
Agnimitra Paul

আসানসোলের রাস্তায় 'দিদিগিরি' অগ্নিমিত্রার! যানজটে ফেঁসে 'ধমক' ট্রাফিক পুলিশকে

ভোটের আগে নাটক বলে কটাক্ষ তৃণমূলের।
Published By: Subhankar PatraPosted: 06:51 PM Dec 03, 2025Updated: 06:58 PM Dec 03, 2025

শেখর চন্দ্র, আসানসোল: আসানসোলের রাস্তায় 'দিদিগিরি' অগ্নিমিত্রা পলের। যানজটে আটকে ট্রাফিক পুলিশকে 'ধমক' বিজেপি বিধায়কের। অটো ও টোটোচালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছেন। তাতে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে পড়ছে, অসুবিধায় পড়ছেন পথ চলতিরা। এই অভিযোগ তুলে সরব হয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। কর্মরত পুলিশকে ধমক দিতে দেখা গিয়েছে তাঁকে। বিধায়কের বক্তব্য, যানজটে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। তাঁর এই 'বকুনি'কে ভোটের আগে নাটক বলে কটাক্ষ তৃণমূলের।

Advertisement

বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত হটনরোড মোড় ধরে যাচ্ছিলেন অগ্নিমিত্রা। যানজটে আটকে যান তিনি। তারপরই গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে কার্যত ধমক দিতে দেখা যায় তাঁকে। ট্রাফিক পুলিশের সঙ্গে অটো ও টোটো চালকদের শাসান তিনি।পুলিশের জন্যই যানজটের সমস্যা চরম পর্যায়ে বলে অভিযোগ করেন তিনি।

পরে তিনি বলেন, "হটন রোড হাসপাতালে যাওয়ার মূল রাস্তা। এই রাস্তার মোড়ের মাথায় অটোচালকরা গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলেন। এতে প্রবল যানজটের সৃষ্টি হয়। এটা আজকের নয়, প্রতিদিনের ঘটনা। রাস্তায় আটকে পড়ে অ্যাম্বুল্যান্স, দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। পুলিশ কিছু করতে পারে না। তাঁরা ব্যর্থ। কেন এই রকম হবে।" অগ্নিমিত্রার এই ধমককে ভোটের আগে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র বলেন, "এলাকার বিশেষ কাজ করেননি বিধায়ক অগ্নিমিত্রা। এখন ভোটের আর কয়েকমাস বাকি। এখন রাস্তায় নেমে নাটক করছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসানসোলের রাস্তায় 'দিদিগিরি' অগ্নিমিত্রা পলের। যানজটে আটকে ট্রাফিক পুলিশকে 'ধমক' অগ্নিমিত্রার।
  • অটো ও টোটোচালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছেন। তাতে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে পড়ছে, অসুবিধায় পড়ছেন পথ চলতিরা।
  • এই অভিযোগ তুলে সরব হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা।
Advertisement