সুমন করাতি, হুগলি: চার বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুর পরিবারের দাবি, এদিন ভোর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তবে প্রাথমিক প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই তদন্ত শুরু করা হয়েছে। শিশুটির মেডিক্যাল পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। তবে এই ঘটনায় পরই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার বিজেপি কর্মীরা।
তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। আমরা শিশুটি এবং পরিবারের পাশে আছি।"
