shono
Advertisement
SIR in West Bengal

জেলে যেতে হবে না তো! 'SIR আতঙ্কে' এবার বাদুড়িয়ায় মৃত্যু বৃদ্ধার

১৯৯৫ সালের ভোটার তালিকায় মৃতার নাম থাকলেও অজ্ঞাত কারণে ২০০২-এর লিস্টে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এসআইআর শুনানিতে ডাক পান তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 05:40 PM Jan 12, 2026Updated: 07:08 PM Jan 12, 2026

এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া। সোমবার সকালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পরিবারের দাবি, এসআইআর (SIR in West Bengal) শুনানিতে যাওয়ার পর থেকেই জেলে যেতে হতে পারে, এই ভয় চেপে বসেছিল বৃদ্ধার মনে। অতিরিক্ত চিন্তার কারণেই নাকি মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনিতা বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। তাঁর ছেলে কাশীনাথ বিশ্বাস জানান, ১৯৯৫ সালের ভোটার তালিকায় তাঁর মায়ের নাম থাকলেও অজ্ঞাত কারণে ২০০২ এর লিস্টে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এসআইআর শুনানিতে ডাক পান তিনি। চলতি বছরের ৫ জানুয়ারি শুনানিতে হাজির হন অনিতা বিশ্বাস ও তাঁর পরিবার। সেই দিন প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলেও আধিকারিকদের তরফে কোনও স্পষ্ট উত্তর বা আশ্বাস দেওয়া হয়নি বলে অভিযোগ। কাশীনাথ বিশ্বাস জানান, শুনানির পর থেকেই তাঁর মা হতাশায় ভুগছিলেন। বারবার বলছিলেন, শেষ বয়সে যদি জেলে যেতে হয়! এরপর ৭ জানুয়ারি অনিতাদেবীর স্ট্রোক হয়। তাঁকে দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা চলে, রবিবার গভীররাতে বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মৃতার পরিবারের সদস্যরা।

বিষয়টি প্রকাশ্যে আসতেই কমিশন ও বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের খোঁচা, "তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টার কারণেই সাধারণ মানুষ চরম হয়রানির শিকার।" প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। রাজ্যে এসআইআর (SIR in West Bengal) শুরু হওয়ার পর বহু ভোটার আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। কেউ আবার চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যার প্রতিবাদে বারবার সরব হয়েছে তৃণমূল সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement