অর্ণব দাস, বারাকপুর: ছাব্বিশে নির্বাচনী রণকৌশল হিসেবে পুরোপুরি মেরুকরণকে বেছে নিয়েছে বিজেপি। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের পোস্টার, স্লোগান, দেওয়াল লিখন, নেতাদের বক্তব্যে তা একেবারে দিনের আলোর স্পষ্ট। সেই বিভাজন অস্ত্রে আরও শান দিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন বারাকপুরে 'বাহুবলী' নেতা অর্জুন সিং। বুধবার তাঁর গলায় শোনা গেল, 'বাটোগে তো কাটোগে/এক রহোগে তো সেফ রহোগে'। এই স্লোগানটি প্রথমে তুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহারাষ্ট্র নির্বাচনে সেই স্লোগানেই বাজিমাত করে বিজেপি। এবার বাংলা জিততেও সেই 'বাটোগে তো কাটোগে' মন্ত্রকে আঁকড়ে ধরতে চাইলেন অর্জুন সিং? তাঁর আপাত-নিরীহ মন্তব্যে এমনই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ।

বুধবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবন তৈরির শিলান্যাস করেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, এই অভিযোগ তুলেছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুনপুত্র পবন সিং। এনিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া জানতে গেল তিনি সাংবাদিকদের জানান, ওই হাসপাতালে অনেক আগে আধুনিক সব যন্ত্রপাতি দেওয়া হয়েছিল। এখন 'লোক দেখানো' কাজ করছেন তৃণমূল সাংসদ। তোপ দাগেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
এরপর তাঁকে বিজেপির বহুচর্চিত স্লোগান 'হিন্দু হিন্দু ভাই ভাই' নিয়ে প্রশ্ন করা হয় অর্জুন সিংকে। তাতে তাঁর সাফ জবাব, ''ছাব্বিশে তো বিদায় নেবে। ঠিকই বলছে সবাই - 'হিন্দু হিন্দু ভাই ভাই/ ছাব্বিশে বিজেপিকে চাই'।'' এরপর অর্জুন সিংয়ের আরও সংযোজন, ''বাটোগে তো কাটোগে/এক রহোগে তো সেফ রহোগে।'' আসলে এই স্লোগান প্রথম শোনা গিয়েছিল হিন্দুত্বের 'পোস্টার বয়' যোগী আদিত্যনাথের গলায়। সেই অস্ত্রে শান দিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার কি তবে বাংলায় ক্ষমতায় আসতে সেই যোগীর অস্ত্রেই শান দিতে চাইছেন বারাকপুরের 'বাহুবলী' অর্জুন সিং? এই প্রশ্ন উঠছেই।
অর্জুনের এই মন্তব্যের পালটা দিয়ে বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অবশ্য মন্তব্য, ''এটা তো উত্তরপ্রদেশ নয়, যোগীরাজ্য নয়। এটা শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের মাটি। এটা বাংলার মাটি। এখানে ওসব কথা বলে লাভ হবে না। চব্বিশেও হয়নি, তা প্রমাণিত। ছাব্বিশেও হবে না।''