সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পেশায় চা বিক্রেতা। অভাবের তাড়না ছিল একদিন আগেও। বাড়ির বিভিন্ন জায়গায় দারিদ্রের ছাপ স্পষ্ট। কিন্তু এখন আর অভাব নেই। ৩৫ টাকার টিকিট বদলে দিয়েছে গোটা জীবনকে। চা বিক্রেতা মহিলা এখন কোটিপতি। লটারিতে প্রথম পুরষ্কার জিতে আত্মহারা জলি বিষয়ী। ঘটনাটি বর্ধমানের মাধবডিহি থানার কাইতি এলাকার।
রায়নার উচালনের বাসিন্দা চা বিক্রেতা হিসেবে পরিচিত জলি বিষয়ী। তাঁর স্বামী চালকলে কাজ করেন। দুই সন্তান ওই দম্পতির। বড় ছেলে ক্লাস টেনে পড়ে। ছোটজন প্রথম শ্রেণিতে পড়ে। দুই কামরার ভাড়ার ঘরে সংসার ওই পরিবারের। সংসারে দীর্ঘদিনের অভাব রয়েছে। অভাবের সংসারে স্বামী-স্ত্রী দু'জনেই স্বপ্ন দেখেন। ভালো থাকবেন, স্বচ্ছল পরিবার হবে তাঁদেরও। এই আশা রয়েছে দম্পতির। এবার সেই স্বপ্ন যেন একদম বাস্তব হয়ে গেল।
জলি মাঝেমধ্যে লটারির টিকিট কাটেন। স্বামী টুলুরও লটারির টিকিট কাটার নেশা রয়েছে। গতকাল শনিবার জলি একটি লটারির টিকিট কেটেছিলেন। কিন্তু তেমন কিছু আশা করেননি অন্যান্য বারের মতো। রবিবারও জলি নিজের কাজে ব্যস্ত। রবিবার ওই লটারি খেলার পুরস্কার ঘোষণা হয়। দেখা যায়, ওই প্রথম পুরস্কার পেয়েছেন জলি। যে দোকান থেকে তিনি টিকিট কেটেছিলেন, ওই দোকানের মালিক তাঁকে ফোন করেন। গোটা বিষয়টি জানান। ৩৫ টাকার টিকিট কেটে এক কোটি টাকা পেয়েছেন জলি। প্রথমে সেই কথা বিশ্বাস হয়নি স্বামী-স্ত্রীর। পরে তাঁদের দু'জনের সম্বিত ফেরে। আনন্দে কেঁদে ফেলেন জলি। টাকা পেলে জীবনকে অন্যভাবে সাজাবেন, নিজেদের একটি বাড়ি করবেন। এমনই জানিয়েছেন জলি।
