shono
Advertisement
Mogra

বাইক দৌরাত্ম্যের বলি বারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই! চাঞ্চল্য মগরায়

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 03:56 PM Dec 03, 2025Updated: 08:47 PM Dec 03, 2025

সুমন করাতি, হুগলি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্তার। সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম রাজেশ মাণ্ডি। তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই পদে কর্মরত ছিলেন। মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার বাসিন্দা রাজেশ ২০০৬ সালে প্রথমে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। পরে এএসআই হন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মাসখানেক আগে অসুস্থ থাকায় বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। বাড়িতেই ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাইকেল নিয়ে বাজারে বেরিয়ে ছিলেন রাজেশ। বাজার থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুত গতিতে ছুটে আসা বাইক তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। আসেন দুই সিভিক ভলান্টিয়ারাও। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাজেশকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্তার।
  • সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
  • ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Advertisement