shono
Advertisement
Nadia

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে নিরাপত্তায় দায়িত্বে, সেই মহিলা কনস্টেবলকে হেনস্তায় গ্রেপ্তার ১

গ্রেপ্তারের পরেও ধৃত ওই ব্যক্তি পুলিশকে মারতে যায় বলে অভিযোগ।
Published By: Kousik SinhaPosted: 10:13 AM Dec 04, 2025Updated: 02:10 PM Dec 04, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুর্শিদাবাদ সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের মহিলা কর্মীর উপরে হামলার অভিযোগ! পুলিশের জালে অসম রাইফেলসের এক কর্মী। ধৃত ওই ব্যক্তির নাম সুজিত কুমার বর্মন। পুলিশের দাবি, গ্রেপ্তারের পরেও পুলিশকে মারতে গিয়েছিলেন ধৃত সুজিত। ইতিমধ্যে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা এলাকা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুজিত কুমার বর্মন অসমের বাসিন্দা। অসমে রাইফেলসে কর্মরত। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কর্মরত বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মী। অভিযোগ, সেই সময় সুজিত বর্মন নামে অসম রাইফেলসের ওই কর্মী লেডি কনস্টেবলদের সঙ্গে অভব্য আচরণ করেন। ঘটনার প্রতিবাদ করলে মহিলা কর্মীদের হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এমনকী হামলা চালানো হয় বলে অভিযোগ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় কোতোয়ালি থানায়।

শুরু হয় ঘটনার তদন্ত। এর মধ্যেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে কোতোয়ালি থানা এলাকার কালিহাট এলাকার একটি বিয়ে বাড়িতে আসেন সুজিত। সেই খবর পৌঁছানো মাত্র ওই বিয়ে বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার সময় ধৃত ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, গ্রেপ্তার করে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হলে সেখানেও থানায় কর্তব্যরত আধিকারিকদের মারতে যান বলে দাবি পুলিশের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের মহিলা কর্মীর উপরে হামলার অভিযোগ!
  • পুলিশের জালে অসম রাইফেলসের এক কর্মী।
  • ধৃত ওই ব্যক্তির নাম সুজিত কুমার বর্মন।
Advertisement