shono
Advertisement
Sandeshkhali

আত্মগোপন করেও শেষরক্ষা হল না! সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ৩ দিনের মাথায় ধৃত মূল চক্রী মুসা

মুসাকে নিয়ে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 01:01 PM Jan 06, 2026Updated: 02:07 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সন্দেশখালিতে (Sandeshkhali) পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মুল অভিযুক্ত মুসা মোল্লা। সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার হুলো পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মুসাকে নিয়ে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। পাশাপাশি মুসাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

Advertisement

গত শুক্রবার রাতে বসিরহাটের বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া এলাকায় একটি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ আসে পুলিশের কাছে। ন্যাজাট থানার অন্তর্গত ওই জমিটিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে নির্মাণ করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তা মানতে অভিযুক্তরা অস্বীকার করে বলে অভিযোগ। শুরু হয় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ভাঙচুর চলে পুলিশের গাড়িতেও। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হন।

পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্তকারীরা জানতে পারেন, জমিটিতে অবৈধ নির্মাণের কাজ করছিলেন মুসা মোল্লা। তাঁর নির্দেশে পুলিশের উপর হামলা ঘটনা ঘটে বলেও দাবি তদন্তকারীরা। তদন্তে নেমে শনিবারই ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে ছিলেন মুসার ভাইও। কিন্তু মুল অভিযুক্তের খোঁজ মিলছিল না। এরপর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালির (Sandeshkhali) ন্যাজাট থানার রাজবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন হুলো পাড়া এলাকা থেকে মুসা মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মুল অভিযুক্ত মুসা মোল্লা।
  • সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার হুলো পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • ঘটনায় মুসাকে নিয়ে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
Advertisement