shono
Advertisement
Bagda

নকল বাবার নাম দেওয়া ভুয়ো আধার কার্ড নিয়ে বাস! বাগদায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

ধৃতের সঙ্গে জঙ্গি যোগ? কেন এভাবে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে থাকছিলেন ওই যুবক?
Published By: Suhrid DasPosted: 04:30 PM Dec 30, 2024Updated: 04:30 PM Dec 30, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশ থেকে এসে নাম, সম্পর্ক ভাড়িয়ে থাকছিলেন যুবক। গত তিন মাসে আগে এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরিও করে ফেলেছিলেন তিনি। শেষরক্ষা হল না। এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন রাসেল নামে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তর ২৪ পরগনার বাগদা থানার দুর্গাপুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি। সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ আশঙ্কা আরও প্রবল হচ্ছে। শুধু তাই নয়, একাধিক অনুপ্রবেশকারীও ধরা পড়ছেন পুলিশের জালে। ফের এই অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় উসকে গেল এলাকার নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন।

Advertisement

বাগদার দুর্গাপুর এলাকায় মাসুদ মণ্ডল নামে এক ব্যক্তি পরিবার নিয়ে থাকেন। বছর দুই আগে তাঁর বাড়িতে এসে থাকতে শুরু করেন রাসেল। রাহুল মণ্ডল নামে তিনি এখানকার পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিলেন। সেখানে বাবা হিসেবে সম্পর্কে মাসুদ মণ্ডলকে দেখানো হয়। ওই বাড়ির ঠিকানা পরিচয়পত্রে ব্যবহার করা হয়েছিল। রবিবার একটু বেশি রাতে ওই বাড়িতেই হানা দেয় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই একাধিক অসঙ্গতি বেরিয়ে পড়ে। আরও চাপ দিতে জানা যায়, ভুয়ো পরিচয়পত্র মাত্র তিন মাস আগে করা হয়েছে।

ওই যুবকের আসল নাম মেহবুব হোসেন রাসেল। বাড়ি বাংলাদেশের যশোর জেলার চৌগাছা এলাকায়। কেন তিনি সীমান্ত পেরিয়ে পরিচয় গোপন করে থাকছিলেন? কোন উদ্দেশ্য এখানে থাকা? জঙ্গি কার্যকলাপের সঙ্গে কি তাঁরও কোনও যোগসূত্র আছে? সেইসব প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। কেন একজন অনুপ্রবেশকারীকে বাড়িতে থাকতে দিয়েছেন মাসুদ মণ্ডল? তাঁর সঙ্গে ওই যুবকের কি কোনও আত্মীয়তার সম্পর্ক আছে? সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের দুজনকেই আদালতে তোলা হয়।

এক যুবক গত দুই বছর ধরে ওই এলাকায় থাকলেন? স্থানীয়দের মধ্যে সন্দেহ হল না? সেই প্রশ্নও উঠছে। মাসুদ মণ্ডলের পরিচয়পত্রও কি আসল? সেসবও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশ থেকে এসে নাম, সম্পর্ক ভাড়িয়ে থাকছিলেন যুবক।
  • গত তিন মাসে আগে এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরিও করে ফেলেছিলেন তিনি।
  • পুলিশের হাতে গ্রেপ্তার হলেন রাসেল নামে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী।
Advertisement