shono
Advertisement
Alipurduar

হাতির হামলায় মৃত্যু বনকর্মীর, কালচিনি চা বাগানে এখনও দাপাচ্ছে ৫-৬টি দাঁতাল

ঘটনাস্থলেই মৃত্যু হয় বনকর্মীর।
Published By: Subhankar PatraPosted: 02:00 PM Jan 02, 2025Updated: 02:00 PM Jan 02, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: বুনো হাতির হামলায় আলিপুরদুয়ারে মৃত্যু এক বনকর্মীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান এলাকায়। হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টার সময় মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বনকর্মীর দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বনকর্মীর নাম মদনকুমার দেওয়ান।

Advertisement

বনদপ্তর সূত্রে খবর, এদিন সকালে ৫ থেকে ৬টি হাতির দল চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও বনদপ্তরের আধিকারিকরা। রাস্তা দখল করে নেওয়া হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে আসরে নামেন বনকর্মীরা। সেই সময় এক বুনো হাতি পালটা মদনবাবুর উপর আক্রমণ করে। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বনকর্মীর। নিয়ম মেনে দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ডেপুটি ফিল্ড অফিসার হরিকৃষ্ণণ বিজে বলেন, "সকালের দিকে ৫-৬টি হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে কাজ শুরু করি। তখনই মদনবাবুর উপর হামলা চালায় একটি হাতি। কর্মরত অবস্থায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সরকারি নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হবে। হাতির দলের উপর নজর রাখা হচ্ছে। দল মোতায়েন করা হয়েছে।" এদিকে হাতির দলটি বুনো হাতির দল এখনও কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুনো হাতির হামলায় আলিপুরদুয়ারে মৃত্যু এক বনকর্মীর।
  • বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান এলাকায়।
  • হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টার সময় ঘটনাটি ঘটে।
Advertisement