shono
Advertisement
Cooch Behar

পদ্মাপারে টার্গেট ভারত! কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে।
Published By: Subhankar PatraPosted: 03:07 PM Dec 21, 2025Updated: 03:07 PM Dec 21, 2025

বিক্রম রায়, কোচবিহার: সীমান্তে গবাদি পশু পাচারের চেষ্টা! তাড়া করতে গিয়ে ঘন কুয়াশায় একা হয়ে যান জওয়ান! পরিস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ জওয়ানকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের। পরে তাঁকে তুলে দেয় বাংলাদেশের বিজিবির হাতে। ঘটনার কথা জানতে পেরেই বাংলাদেশের বিজিবির সঙ্গে যোগাযোগ করেন সেক্টর কমান্ডর। তাঁকে জানানো হয়েছে ভারতীয় জওয়ান বিওপির আঙ্গারপোতায় রয়েছেন। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কোচবিহারের বিএসএফ ১৭৪ ব্যাটালিয়নে অর্জুন ক্যাম্পে কর্মরত। শনিবার রাতে ডিউটিরত অবস্থায় জওয়ানরা দেখতে পারেন ফাঁকা সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে গবাদি পশুর দল ঢুকে পড়ে। তাদের তাড়াতে গিয়ে দল থেকে কিছুটা এগিয়ে যান প্রকাশ। ঘন কুয়াশায় একা হয়ে পড়েন তিনি। বিএসএফ সূত্র জানিয়েছে, ২১ তারিখ ভোর ৪টে ৪৫ নাগাদ তাঁকে বাংলাদেশি দুষ্কৃতীরা জওয়ানকে অপহরণ করে গবাদি পশু-সহ বাংলাদেশে ফিরে যায়। পরে তারা জওয়ানকে বিজিবির হাতে তুলে দেয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের তরফে যোগাযোগ করা হয় বাংলাদেশের সঙ্গে। জওয়ানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের তরফে জানানো হয়েছে জওয়ান সুস্থ অবস্থায় রয়েছেন। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে বলে জানা গিয়েছে। সতর্ক করা হয়েছে বাহিনীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তে গবাদি পশু পাচারের চেষ্টা! তাড়া করতে গিয়ে ঘন কুয়াশায় একা হয়ে যান জওয়ান!
  • পরিস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ জওয়ানকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের।
  • পরে তাঁকে তুলে দেয় বাংলাদেশের বিজিবির হাতে।
Advertisement