গোবিন্দ রায়, বসিরহাট: ফের বাংলায় লালসার শিকার তরুণী। এবার বাড়ি পৌঁছে দেওয়ার নামে তরুণীকে রিসর্টে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব পরিচিতদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী হদিশ মেলেনি অভিযুক্তদের।

মূল অভিযুক্ত রমজান মোল্লা।
জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২৫ বছর। বসিরহাটের পিফা এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, বুধবার সকালে ব্যাঙ্কের কাজে হাসনাবাদ গিয়েছিলেন তরুণী। কাজ শেষে ফেরার সময় দেখা যায় পূর্ব পরিচিত রমজান মোল্লার সঙ্গে। অভিযোগ, রমজান তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। যুবকের সঙ্গে গাড়িতে উঠে তিনি দেখেন সেখানে আরও লোক রয়েছে। তাঁদের মধ্যে একজন আবার রমজানের জামাইবাবু। নির্যাতিতার অভিযোগ, রমজানরা গাড়িতে করে তাঁকে একটি রিসর্টে নিয়ে যায়। সেখানেই ৩ যুবক ধর্ষণ করে তাঁকে।
নৃশংস অত্যাচারের ঘটনা ভিডিও রেকর্ড করা হয়। কাউকে কিছু জানালে খুনের হুমকিও দেওয়া হয়। তা সত্ত্বেও পুলিশে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পলাতক অভিযুক্তরা। রমজান মোল্লা ও তার শাগরেদদের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা।