shono
Advertisement

Bayron Biswas: প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাগরদিঘিতে বাজিমাত, জেনে নিন কে এই বায়রন বিশ্বাস?

রাজনৈতিক ক্ষেত্রে মাটি শক্ত হওয়ার আগেই প্রথমবার ভোটে বিপুল জয় পেয়ে আপ্লুত বায়রন। 
Posted: 04:20 PM Mar 02, 2023Updated: 06:03 PM Mar 02, 2023

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: প্রথমবার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েই বিরাট জয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় অক্সিজেন জোগাচ্ছে হাত শিবিরকে। ব্যবসায়ী পরিবারের সন্তানের জয়ে খুশির জোয়ারে ভাসছেন কর্মী-সমর্থকরা।

Advertisement

মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি বাবর আলির বড় ছেলে বায়রন বিশ্বাস। বাবর আলি একসময় সিপিএম করতেন। পরে যদিও রাজনীতি থেকে সরে আসেন। মন দেন ব্যবসায়। হয়ে ওঠেন বিড়ি শিল্পপতি। এরপর চায়ের ব্যবসা শুরু করেন। ইংরাজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতাল খোলেন। প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে নাম করার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই সময় প্রণববাবু জঙ্গিপুরে ভোটে লড়ছেন।

[আরও পড়ুন: গরু পাচার মামলা: বিপাকে অনুব্রত মণ্ডল, দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল CBI]

তবে বায়রন কিংবা তাঁর দুই ভাইয়ের রাজনীতির সঙ্গে কোনও যোগসূত্র নেই। পড়াশোনার পর পারিবারিক ব্যবসায় মন দেন সকলেই। সামসেরগঞ্জের বেসরকারি হাসপাতাল দেখভাল করেন বায়রন বিশ্বাস। সাগরদিঘির মোড়গ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা খুলতে চলেছেন বায়রন। ওই কারখানার ভরসাতেই সাগরদিঘি নির্বাচনের আগে বায়রন কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন বলেই মত রাজনৈতিক মহলের।
সেভাবে রাজনৈতিক পরিচিতি না থাকা সত্ত্বেও সাগরদিঘি উপনির্বাচনে বায়রন বিশ্বাসকে প্রার্থী হিসাবে বেছে নেয় কংগ্রেস। তাঁকে সমর্থন করে বামেরা।

রাজনৈতিক ময়দানে প্রথম লড়াইতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে জয়ের হাসি হাসেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। সেই সময় তৃণমূল পায় ৯৫ হাজার ১৮৯টি ভোট। বিজেপি পেয়েছিল ৪৪ হাজার ৯৮৩টি ভোট। সেই সময় কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। পেয়েছিল ৩৬ হাজার ৩৪৪টি ভোট। সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হয়। তবে এবার জয়ের হাসি হাসলেন বাম সমর্থিত কংগ্রেস। রাজনৈতিক ক্ষেত্রে মাটি শক্ত হওয়ার আগেই প্রথমবার ভোটে বিপুল জয় পেয়ে আপ্লুত বায়রন। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নবম-দশমের ৬১৮ ‘অযোগ্য’ শিক্ষকের সুপারিশপত্র বাতিল, ‘স্থগিতাদেশ দেব না’, মন্তব্য বিচারপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার