সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে যে বিজেপির প্রতক্ষ্য মদত আছে, তা স্পষ্টই জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সে কথার প্রতিধ্বনি শোনা গেল তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের গলাতেও। জানালেন, রাজ্যে উন্নয়নের নিরিখে কলকে না পেয়েই বিভাজনের পুরনো নোংরা পথে হেঁটেছে বিজেপি।
[ বাদুড়িয়া, দেগঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন, তোপ কৈলাস বিজয়বর্গীয়র ]
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট-বাদুড়িয়া। তা নিয়ে রাজ্যপাল ফোন করেন মুখ্যমন্ত্রীকে। আর সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপাল রীতিমতো বিজেপির ব্লক স্তরের সভাপতির মতো কথা বলছেন। তাতে তিনি অপমানিত ও বেদনাহত। পালটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সে অভিযোগ খারিজ করে রাজভবন। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে বিজেপির উসকানির কথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তোপ দেগে তিনি বলেন, ক্ষমতার লোভে বিজেপি রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। আর তাতে মদত দিচ্ছে রাজভবন। রাজভবন যে আরএসএস-এর আস্তানা হয়ে উঠেছিল সে অভিযোগ তুলেছিলেন ডেরেকও। এবার একধাপ এগিয়ে জানালেন, তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরেই বিভাজনের পুরনো নোংরা পথে হাঁটছে বিজেপি।
তাঁর আরও অভিযোগ, ঘরে বাইরে দ্বিচারিতা করছে বিজেপি। বাইরে গিযে সম্প্রীতির পক্ষে কথা বলছেন বিজেপির বড় নেতারা। আর ঘরে ফিরে অন্য কিছু করছেন। তাঁর মতে, দেশে কৃষক সমস্যা থেকে শুরু করে অনেক বড় সমস্যা আছে, যার উপর নজর দেওয়া উচিত বিজেপির নেতা মন্ত্রীদের। উলটে তাঁরা বড় বড় কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক বার্তা ছড়াচ্ছেন।
[ রাজ্যপাল মোদি বাহিনীরই সৈনিক, রাহুলের মন্তব্যে বিতর্কে ঘি ]
পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য বিজেপির এই বিভাজনের রাজনীতিকেই দায়ি করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র।
The post রাজ্যে কলকে না পেয়েই বিভাজনের পথে বিজেপি, তোপ ডেরেকের appeared first on Sangbad Pratidin.
