shono
Advertisement

উত্তরবঙ্গ বন্‌ধ: কালিয়াগঞ্জ কাণ্ডের বিজেপির প্রতিবাদে বিক্ষিপ্ত অশান্তি, বন্‌ধ উপেক্ষা করে কর্মসূচিতে অভিষেক

বন্‌ধ ব্যর্থ বলেই দাবি অভিষকের।
Posted: 08:59 AM Apr 28, 2023Updated: 08:41 AM Apr 29, 2023

জোড়া মৃত্যুকে কেন্দ্র করে  অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ। প্রতিবাদে  উত্তরবঙ্গে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক বিজেপির।  সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়। বন্‌ধের মাঝেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বন্‌ধ ঘিরে কী হল দিনভর? জেনে নিন  সংবাদ প্রতিদিনে।  

Advertisement

বেলা ১২.২৯ মিনিট: “কর্মনাশা বন্‌ধ বাংলার মানুষ মানে না। কেউ যদি বন্‌ধ যে সাংগঠনিক শক্তি প্রমাণ করতে চায়, সেটা ভুল। এতে মানুষের অসুবিধা হয়। বন্‌ধ ব্যর্থ,” বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বেলা ১২.১০ মিনিট: কোচবিহারে ব্যাংকে তালা ঝোলাল অবরোধকারীরা।  

সকাল ১১. ৫৭ মিনিট: ধর্মঘটের মাঝেই জলপাইগুড়িতে নবজোয়ার কর্মসূচিতে পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানালেন আমজনতা। এদিকে বন্‌ধ সফল বলেই দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 

সকাল ১১.৫৪ মিনিট: জলপাইগুড়িতে রেল অবরোধ বিজেপির।

সকাল ১১.৩৮ মিনিট: ভেটাগুড়িতে মুখোমুখি তৃণমূল ও বিজেপির মিছিল। সেখানে বোমাবাজি হয় বলে অভিযোগ।

সকাল ১০. ৪৮ মিনিট: শিলিগুড়ির ভেনাস মোড়ে উত্তেজনা। বিজেপি কর্মীদের আটক করতে গেলে পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ বিজেপির। বাস ভাঙচুর। এরপরই পুলিশ ও বিজেপি কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি আয়ত্তে আনতে মৃদু লাঠিচার্জ পুলিশের। আটক বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মণ।

সকাল ১০. ২৯ মিনিট: অশান্তির অভিযোগে গ্রেপ্তার বিজেপি বিধায়ক মনোজ কুমার। 

সকাল ১০.০৭ মিনিট: “রাজবংশী সম্প্রদায়ের ছেলেকে গুলি করে খুন, কিশোরীকে খুনের প্রতিবাদ ও উত্তরবঙ্গের মানুষকে সুরক্ষিত রাখতে শুধু বিজেপি পথে নামার সাহস দেখিয়েছে। পুলিশ শাসকদলের দলদাস”, বললেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। 

সকাল ১০.০১ মিনিট:  বালুরঘাটে বিক্ষিপ্ত অশান্তি। জোর করে দোকানবন্ধের অভিযোগ। শিলিগুড়ির হাসমিচকে জমায়েত বিজেপির। ধর্মঘটীদের আটক করল পুলিশ। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় চলছে অবরোধ।

 

ছবি: বিক্রম রায়।

সকাল ৯. ৩৭ মিনিট: রায়গঞ্জে বিজেপি কার্যালয়ের সামনে বাসকে আটকে দেওয়ার চেষ্টা ধর্মঘটীদের। নজরে পড়তেই পদক্ষেপ পুলিশের। আটক বেশ কয়েকজন বিজেপি কর্মী।   

সকাল ৯.৩০ মিনিট: মালদহে (Malda) জাতীয় সড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি। 

সকাল ৯.০০ মিনিট: বন্‌ধের মাঝেও কাজকর্ম স্বাভাবিক চা বাগানে। 

সকাল ৮.৪০ মিনিট:  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) কথায়, “বন্‌ধ করে মানুষের মন পাওয়া যাবে না। আর জোর করে বন্‌ধ করাও যাবে না।”

সকাল ৮.৩০ মিনিট: জাকিরমোড়ে কোচবিহার থেকে দিনহাটাগামী বাস ভাঙচুর। প্রবল উত্তেজনা এলাকায়। বন্ধ বেসরকারি বাস পরিষেবা। জলপাইগুড়িতে বন্ধ করা হল স্কুল। একাধিক জায়গায় জোর করে দোকান বন্ধ করানোর অভিযোগ। 

সকাল ৭.৩০ মিনিট: কোচবিহারে বাস ভাঙচুরের অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। ইটের আঘাতে ভাঙল বাসের কাচ। আহত বাস চালক। কোচবিহারের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে বিক্ষোভ।

সকাল ৭.০০ মিনিট: বন্‌ধ সফল করতে রায়গঞ্জের বাজারে বিজেপি। দোকান বন্ধ রাখার নির্দেশ। এদিকে বন্‌ধ ব্যর্থ করতে রাস্তায় তৃণমূল। দুই রাজনৈতিক দলের মধ্যে অশান্তির জেরে উত্তেজনা রায়গঞ্জে। পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপির। বাড়ানো হল পুলিশি টহল।

সকাল ৬.৩০ মিনিট: কোচবিহার,  ধূপগুড়ি-সহ বিভিন্ন জায়গায় দেখা নেই বেসরকারি বাসের।  শুনশান পথঘাট। তবে সকাল থেকেই বিভিন্ন জায়গায় মিছিল বিজেপির।  

সকাল ৬.০০ মিনিট: কালিয়াগঞ্জে জোড়ামৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক বিজেপির। সকাল ৬ টা থেকে ধর্মঘট সফল করতে পথে বিজেপি। এদিকে ধর্মঘট ব্যর্থ করতে রাস্তায় পুলিশ।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার