shono
Advertisement

লড়াই কঠিন বুঝেই অচেনা কেন্দ্রে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী অনুপমের

রাজ্যে কারও বাক স্বাধীনতা নেই বলে প্রচারে তোপ দাগেন বিজেপি প্রার্থী৷ The post লড়াই কঠিন বুঝেই অচেনা কেন্দ্রে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী অনুপমের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Mar 26, 2019Updated: 06:39 PM Apr 20, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সদ্যই দল বদলেছেন তিনি৷ ঘাসফুল ছেড়ে নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে৷ লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ হাসিমুখে কাঁধে তুলে নিয়েছেন গুরুদায়িত্ব৷ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোলপুরের বিদায়ী সাংসদ অনুপম হাজরা৷ একদিকে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী, অন্যদিকে বামেদের বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই হাড্ডাহাড্ডি লড়াই৷ কার উপর ভরসা রাখবেন সাধারণ মানুষ, সে উত্তর মিলবে আগামী ২৩ মে৷ তবে তার আগে বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছেড়ে দিতে রাজি নন কোনও দলের প্রার্থীই৷ ভোট বৈতরণী পেরোতে জনসংযোগই হাতিয়ার সকলের৷ একই ফর্মুলাকে কাজে লাগাচ্ছেন  বিজেপির অনুপম হাজরাও৷ তাই মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ঘুরে ভোটারদের সঙ্গে কথা বললেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: মহানায়িকার জন্মদিন নিয়ে ‘রাজনীতি’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভোটপ্রচার শুরু করেছেন গেরুয়া শিবিরের সৈনিক৷ মঙ্গলবার সকালে রাজপুরের বিপত্তারিণী মন্দিরে পুজো দেন তিনি৷ এরপর ওই এলাকায় ঘুরে ঘুরে প্রায় সকলের সঙ্গেই কথা বলেন অনুপম৷ বয়স্ক ভোটারদের সঙ্গে কথা বলেন৷ সমস্যার কথাও শোনেন বিজেপি প্রার্থী৷

ভোটপ্রচারে বেরিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি৷ রাজ্যে এতটুকু উন্নয়ন হয়নি বলেও খোঁচা দিতে ছাড়েননি এই বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, ‘‘রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে৷ বাম আমলে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে৷ তৃণমূলও একইভাবে মানুষের ক্ষতি করেছে৷’’ গেরুয়া শিবিরে নাম লেখানোর বহু আগে থেকেই দলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়িয়েছিলেন অনুপম৷ সেই সময় শাসকদলের বিরুদ্ধে বারবারই সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন তিনি৷ ভোটপ্রচারে বেরিয়েও সেই প্রসঙ্গই টেনে এনেছেন অনুপম৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে এখন কারও বাক স্বাধীনতা নেই৷

[ আরও পড়ুন: তৃণমূলের প্রতীক আঁকা টি-শার্ট গায়ে বিজেপির দেওয়াল লিখন, কে এই যুবক?]

তৃণমূলকে যেমন কড়া ভাষায় দুষছেন অনুপম, তেমনই গেরুয়া শিবিরের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি প্রার্থী৷ এতদিন উন্নয়নের নামে বাংলার মানুষের সঙ্গে  বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অভিযোগ তুলে অনুপম হাজরার আশ্বাস, বিজেপি আবারও কেন্দ্রে সরকার গঠন করলে, রাজ্যের মানুষের প্রকৃত উন্নয়ন হবেই৷ বোলপুরের জনপ্রিয়, তরুণ অধ্যাপক-সাংসদ কি যাদবপুরের জনসমর্থনও একইভাবে নিজের দিকে টানতে পারবেন? মঙ্গলবারের প্রচার কিন্তু বেশ আশা জাগাচ্ছে৷

The post লড়াই কঠিন বুঝেই অচেনা কেন্দ্রে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী অনুপমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement