shono
Advertisement

Breaking News

Nora Fatehi

অভিনেত্রী নোরার গাড়িতে মদ্যপ চালকের ধাক্কা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্ত।
Published By: Anustup Roy BarmanPosted: 11:09 AM Dec 21, 2025Updated: 11:11 AM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষের উৎসবের আবহে দুর্ঘটনা। শনিবার সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার সময় মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার বলি অভিনেত্রী নোরা ফাতেহি। যদিও, নোরা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্ত।

Advertisement

মুম্বই পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ এক মদ্যপ চালক অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন। তবে নোরার কোনও আঘাত লাগেনি। পুলিশ জানিয়েছে, "তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করা হয়।" অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে, মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে।

দুর্ঘটনার পরে ডাক্তার নোরাকে বিশ্রামের পরামর্শ দেন বলে জানা গিয়েছে। যদিও সেই পরামর্শ উপেক্ষা করে সানবার্ন উৎসবের মঞ্চ মাতানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দুর্ঘটনার ধাক্কা সামলেও বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে মিলে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

সাধারণত গোয়ায় সানবার্ন অনুষ্ঠান হয়। এই বছর মুম্বইয়ে হচ্ছে এই অনুষ্ঠান। ১৯ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের এই উৎসব শেষ হবে আজ ২১ ডিসেম্বর। ২০০৭ সালে প্রথমবার শুরু হয় সানবার্ন। প্রথম কিছু বছর টানা গোয়ার ভাগাতোরে এই অনুষ্ঠান হয়। এরপরে এই অনুষ্ঠানের স্থান পরিবর্তন হয়। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুনেতে এই অনুষ্ঠানের আয়জন করা হয়। যদিও এর পরে ফের গোয়ায় ফিরে সানবার্ন। এই বছরের সংস্করণ আয়োজিত হয়েছে মুম্বইয়ে। যদিও, সাম্প্রতিক বছরগুলিতে, এই উৎসবের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সমস্যাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার বলি অভিনেত্রী নোরা ফাতেহি।
  • তিনি আহত হননি বলেই জানা গিয়েছে।
  • শনিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটে।
Advertisement