shono
Advertisement

Breaking News

North Dinajpur

বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে উধাও! পরদিন জঙ্গলে মিলল বধূর ক্ষতবিক্ষত দেহ

ঘটনার নেপথ্যে কে বা কারা? কী কারণে এই নৃশংসতা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 02:00 PM Jan 22, 2026Updated: 02:31 PM Jan 22, 2026

বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে উধাও বধূ। পরদিন সকালে এলাকারই এক জঙ্গল থেকে মিলল তাঁর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারে। পরিবারের অভিযোগ, পরিচিতরাই অপহরণ করে খুন করেছে বধূকে। এই মর্মে ইটাহার থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। কিন্তু নেপথ্যে কে বা কারা? কী কারণে এই নৃশংসতা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম রাবি খাতুন। তাঁর বয়স ৩২ বছর। ইটাহারের কেউটাল এলাকায় শ্বশুরবাড়ি তাঁর। বাপের বাড়ি থেকে দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। সূত্রের খবর, বুধবার রাতে বাপের বাড়ি যাওয়ার জন্য বের হন ওই মহিলা। মাঝপথে নাকি তিনি উধাও হয়ে যান। বাপের বাড়ি অবধি যাননি তিনি। পরিবারের সদস্যরা কোনওভাবে জানতে পারেন, রাবিকে অপহরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজখবর শুরু করেন তাঁরা। কিন্তু কোথাও হদিশ মেলেনি বধূর।

বৃহস্পতিবার সকালে হাড়হিম দৃশ্য। এলাকাবাসীরা দেখেন, ইটাহারের বাজিতপুরের জঙ্গলে পড়ে রয়েছে এক ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই জানা যায় দেহটি রাবি খাতুনের। দেহ শনাক্তকরণের পরই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার ভাই। কিন্তু কেন এই খুন? নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও মৃতার স্বামী বা শ্বশুরবাড়ির কোনও সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement