অন্যায়কারীদের বীরের মর্যাদা! জেলমুক্তির পর ফুল-মালা দিয়ে বরণ। উত্তরপ্রদেশ-সহ গোবলয়ের একাধিক জায়গায় এমন ছবি দেখে অভ্যস্ত জনতা। তবে এবার তা দেখা গেল মুর্শিদাবাদে। SIR ইস্যুতে ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জন জামিনে মুক্ত হওয়ার পর তাদের ফুল-মালা পরিয়ে বরণ করা হল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাউসার আলিও। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। এর আগে ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে, স্রেফ এই অভিযোগে ওই বিক্রেতাকে নিগ্রহ করা হয়। সেই হেনস্তাকারীদের সংবর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ঘাসফুল শিবিরেও সেই একই চিত্র।
গত সপ্তাহে এসআইআর শুনানিতে ডেকে সাধারণ মানুষকে অযথা হেনস্তা করা হচ্ছে, এই অভিযোগে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর চলে। অভিযোগ, এই ভাঙচুরের নেতৃত্বে ছিলেন ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু জঙ্গিপুর আদালত বুধবার রাতে তাদের সকলকে জামিনে মুক্তি দেয়। আর তারপরই চিত্রবদল। মুক্তি পাওয়ার পর ফুলের মালা পরিয়ে বরণ করা হল তাদের! উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক তথা বিধায়কের দাদা কাউসার আলি, তাঁর ছায়াসঙ্গী তথা তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরুণময় দাস, তৃণমূল নেতা বাবলু ঘোষ-সহ ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। তাদের ঘিরে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস কারও নজর এড়ায়নি।
SIR ইস্যুতে ফরাক্কা বিডিও অফিস উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জন জামিনে মুক্ত হওয়ার পর তাদের ফুল-মালা পরিয়ে বরণ করা হল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাউসার আলিও। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা।
এমন ছবি সাধারণত গোবলয়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যায়। বিলকিস বানো ধর্ষণকাণ্ডে অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের ধুমধাম করে বরণ করে মিষ্টিমুখ করানো হয়েছিল। গোটা দেশে তা তোলপাড় ফেলে, এনিয়ে তীব্র বিরোধিতার পরিবেশ তৈরি হয়। পরবর্তী সময়ে জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের অভিযোগের আঙুল উঠেছিল যাঁর দিকে, সেই ব্রিজভূষণ শরণ সিং ভোটে জিতে ফের গেরুয়া শিবিরের সাংসদ হয়েছেন। সম্প্রতি ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্তাকারীদের সংবর্ধনা দিতে দেখা গিয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে শাসক শিবিরে অন্যায়কারীদের এভাবে বরণ করে নেওয়ার ছবি এই প্রথম।
এমন ছবি সাধারণত গোবলয়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা যায়। বিলকিস বানো ধর্ষণকাণ্ডে অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের ধুমধাম করে বরণ করে মিষ্টিমুখ করানো হয়েছিল। গোটা দেশে তা তোলপাড় ফেলে।
তবে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল বিধায়কের যোগ থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
