shono
Advertisement

Breaking News

Sonarpur Bomb Threat

বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! আতঙ্ক সোনারপুরের স্কুলে, ডাকা হল বম্ব স্কোয়াড

সাতসকালে মেল মারফত জানানো হয়, সেখানে বোমা রাখা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল ফাঁকা করে দেওয়া হয়।
Published By: Tiyasha SarkarPosted: 01:18 PM Nov 22, 2024Updated: 02:13 PM Nov 22, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক! সাতসকালে মেল মারফত জানানো হয়, সেখানে বোমা রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে স্কুল। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল ফাঁকা করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব স্কোয়াডে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রয়েছে এই বেসরকারি স্কুলটি। অন্য়ান্যদিনের মতোই শুক্রবার সকালে পড়ুয়ারা স্কুলে পৌঁছয়। ক্লাস শুরু হয়। সেই সময় আচমকা স্কুলে একটি মেল আসে। জানানো হয়, স্কুল ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় থানায়। এদিকে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই বম্ব স্কোয়াড পৌঁছেছে। আদৌ বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিকবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। গত এপ্রিলে একসঙ্গে কলকাতার ২০০ টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল পৌঁছেছিল স্কুলগুলোতে। জানানো হয়, ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে। যখন বাচ্চারা স্কুলে থাকবে তখনই বিস্ফোরণ হবে। মেলে জানানো হয়েছিল, উদ্দেশ্যে যতবেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো। ওই মেলেই উল্লেখ্য করা হয়েছিল দুই জঙ্গি চিং ও ডলের নাম। যদিও পরবর্তীতে দেখা যায় মেলটি ভুয়ো। এক্ষেত্রে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক! সাতসকালে মেল মারফত জানানো হয়, সেখানে বোমা রাখা রয়েছে।
  • স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • তড়িঘড়ি স্কুল ফাঁকা করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব স্কোয়াডে।
Advertisement