shono
Advertisement

রাতভর বোমাবাজি, দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত সোনারপুরের মালঞ্চ

পুলিশের অনুমান, সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরেই গন্ডগোল। The post রাতভর বোমাবাজি, দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত সোনারপুরের মালঞ্চ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 AM Dec 13, 2018Updated: 11:46 AM Dec 13, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর থানা এলাকার মালঞ্চ এলাকার মণ্ডলপাড়া৷ পুরনো বিবাদের জেরে বোমাবাজি থেকে আরম্ভ করে একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বুধবার রাতে৷ ভাঙচুর চালানো হয় একটি দোকানেও৷ ক্যাশবাক্স থেকে টাকাও নিয়ে পালিয়েছে দুষ্কৄতিরা৷

Advertisement

[দুধের শিশুকে খুবলে খেল চিতাবাঘ, তাজ্জব বনদপ্তরের আধিকারিকরা]

ঠিক কী ঘটনা হয়েছে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৄতীদের হাতে হকিস্টিক থেকে আরম্ভ করে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, রাস্তায় ও বাড়ির মধ্য থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা৷ জানা গিয়েছে, এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ৷ বুধবার সন্ধেবেলায় বোমার আওয়াজে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা৷ এই ঘটনায় রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[হাসপাতালে ভরতির আবদার, দাবি না মেটায় চিকিৎসককে খুনের চেষ্টা মদ্যপের]

পুলিশ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি সক্রিয় কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ ঘটনায় অভিযোগের তির স্থানীয় সৌম্য আঢ্য, বাসু, তাপস, কৈলাস প্রবীর মণ্ডলের দলবলের বিরুদ্ধে৷ জলসাকে কেন্দ্র করে বিবাদ থাকলেও সিন্ডিকেটের মাল সরবরাহ, এলাকার জমির দালালিকে কেন্দ্র করে এলাকা দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷

The post রাতভর বোমাবাজি, দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত সোনারপুরের মালঞ্চ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার