shono
Advertisement
Bridge collapsed

পাথর বোঝাই ডাম্পার নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, চরম বিপত্তি বাগদায়

বিএসএফের বিরুদ্ধে মেরামত না করার অভিযোগ।
Posted: 01:05 PM Apr 28, 2024Updated: 01:05 PM Apr 28, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পাথর বোঝাই ডাম্পার নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। গুরুতর জখম অবস্থায় চালক বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। তবে সে সময় সেতুতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকে বন্ধ বাগদা থানা এলাকার এই সেতুর উপর দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল।

Advertisement

ঘটনাটি উত্তর ২৪ পরগনা বাগদা থানা বাঁশঘাটা ও সুটিয়ার মধ্যবর্তী স্থানে কোদালিয়া নদীর উপর দিয়ে চলে গিয়েছে ব্রিজটি। স্থানীয় সূত্রে খবর, সকালে ব্রিজের উপর থেকে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় ব্রিজটিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়। তারপর হুরমুড়িয়ে ভেঙে পড়ে সেটি। তাঁদের অভিযোগ,দীর্ঘদিন ধরে ব্রিজের কোনও মেরামতি হয় না। স্থানীয়রা আরও জানায়, এই সেতু দিয়ে ৮ থেকে ৯টি গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফ যাতায়াত করেন। স্কুল-কলেজ, হাসপাতাল- বাজার যেতে হলে একমাত্র যাতায়াতের রাস্তা এটি। সেতুটির দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে তাদের।

[আরও পড়ুন: বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটপ্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল]

এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, "দীর্ঘদিন ধরে মেরামতি হয় না। যে রাস্তা দিয়ে বিএসএফ, হাজার-হাজার মানুষ যাতায়াত করে। বিএসএফকে বহুবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।" পাথর বোঝাই ডাম্পারের চালক গুরুতর যখম বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখচ্ছে বিএসএফ আধিকারিকরা।

[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement