shono
Advertisement

Breaking News

IPL 2024

বৃষ্টি শেষে ইডেনে মুখোমুখি কেকেআর-মুম্বই, কত ওভারে হবে ম্যাচ?

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দেড় ঘণ্টা পরে টস।
Published By: Arpan DasPosted: 08:54 PM May 11, 2024Updated: 09:03 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছিল নাইট (Kolkata Knight Riders) বনাম মুম্বই (Mumbai Indians) ম্যাচ। নির্দিষ্ট সময়ে ইডেনে খেলা শুরু করা যায়নি। ইডেনের গোটা মাঠই ঢাকা ছিল। আম্পায়াররাও নিশ্চিত ছিলেন না কখন ম্যাচ শুরু করা হবে। যদিও ইডেনে নতুন করে শুরু হয়েছে ম্যাচের প্রস্তুতি। রাত ৯টার সময় টস হয়। ম্যাচ শুরু হবে রাত ৯টা ১৫ মিনিটে। তবে কুড়ি ওভারে খেলা হবে না। ম্যাচ হবে ১৬ ওভারে।

Advertisement

কলকাতার প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত। গৌতম গম্ভীররা চান এদিনই প্লে অফের টিকিট হাতে তুলে নিতে। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়েছে আগেই। ফলে ম্যাচটার গুরুত্ব রয়েছে কেকেআরের কাছে। শেষ পর্যন্ত ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যেত। সেক্ষেত্রে ১ পয়েন্ট নিয়ে প্লে অফে যোগ্যতা অর্জন করত নাইটরা। কিন্তু লিগ টপার হওয়ার আশা ধাক্কা খাবে। ম্যাচ শুরু হওয়ার খবরে ফের আশা জাগছে নাইট সমর্থকদের মধ্যে।

[আরও পড়ুন: ২০ বছরের ক্রিকেট জীবনের সমাপ্তি, লর্ডস টেস্টের পরেই অবসর অ্যান্ডারসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছিল নাইট ও মুম্বই ম্যাচ।
  • যদিও ইডেনে নতুন করে শুরু হয়েছে ম্যাচের প্রস্তুতি।
  • জানা গিয়েছে রাত ৯টার সময় টস হতে পারে।
Advertisement