shono
Advertisement
Shalimar

পার্কিংয়ে তোলাবাজি! টোটো চালকদের থেকে টাকা আদায় নিয়ে ফের রণক্ষেত্র শালিমার

প্রতি মাসে টোটোচালকদের থেকে বেআইনিভাবে ২৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ
Published By: Subhankar PatraPosted: 04:16 PM Jan 26, 2025Updated: 06:41 PM Jan 26, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: শালিমার স্টেশনে টোটোর পার্কিং ফি নিয়ে আর্থিক জালিয়াতির অভিযোগ। চালকদের কাছ থেকে বেআইনিভাবে জোর করে পার্কিং ফি নেওয়ার অভিযোগে উত্তপ্ত স্টেশন চত্বর। প্রতিবাদে স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ টোটোচালকদের।

Advertisement

টোটো চালকদের তরফে জানা গিয়েছে, শালিমার স্টেশনে পার্কিং করলে টোটো চালকদের কাছ থেকে পার্কিং ফি নেওয়ার জন্য ইতিপূর্বেই একটি সংস্থাকে বরাত দিয়েছে রেল। আজ রবিবার ২৬ জানুয়ারি থেকে সেই ফি নেওয়ার কথা। কিন্তু যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে সেই সংস্থার শীর্ষ পদে থাকা এক ব্যক্তি অনেক আগে থেকেই টোটো চালকদের কাছ থেকে বেআইনিভাবে পার্কিং ফি নিতে শুরু করে দিয়েছেন। প্রতি ঘণ্টা পিছু পার্কিং চার্জ স্টেশন চত্বরে টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টোটো চালকদের অভিযোগ সেই নিয়ম না মেনেই বেআইনিভাবে আগে থেকেই তাঁদের থেকে জবরদস্তি প্রচুর টাকা পার্কিং ফি নিচ্ছেন ওই ব্যক্তি।

সন্দীপকুমার দাস নামে বিক্ষোভকারী এক টোটো চালকের অভিযোগ, শালিমার স্টেশন টোটো রাখলে প্রতি মাসে বেআইনিভাবে ২৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে  মারধর করা হচ্ছে চালকদের। এরই প্রতিবাদে টোটো চালকরা বিক্ষোভ দেখান। পরে বি গার্ডেন থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে শালিমার স্টেশন চত্বরে পার্কিং ফি দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। গাড়ি ভাঙচুর হয়। ফের সেই পার্কিং নিয়েই এদিন আবার গোলমাল শালিমার স্টেশনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শালিমার স্টেশনে টোটোর পার্কিং ফি নিয়ে আর্থিক জালিয়াতির অভিযোগ।
  • চালকদের কাছ থেকে জোরজবরদস্তি বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগে উত্তপ্ত স্টেশন চত্বর।
  • যার প্রতিবাদে স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা।
Advertisement