shono
Advertisement

টিকিট কেটেও দেখতে পেলেন না ‘দ্য কেরালা স্টোরি’, সিনেমাহলের সামনে ব্যাপক বিক্ষোভ

বিজেপি সমর্থকরাই অশান্তি করেছে বলে অভিযোগ।
Posted: 05:46 PM May 09, 2023Updated: 05:49 PM May 09, 2023

অর্ণব দাস, বারাকপুর: ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)বাংলায় নিষিদ্ধ ঘোষণার পরদিনই সিনেমাহলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। অনলাইনে টিকিট কেটেও সিনেমা দেখতে না পারায় ব্যাপক সংঘর্ষ, গেট ভাঙার চেষ্টা করেন তাঁরা। বেলঘরিয়ার একটি সিঙ্গল স্ক্রিনের সামনে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শকদের দাবি, তাঁদের টিকিটের (Ticket) টাকা হয় ফেরত দেওয়া হোক, নয়ত সিনেমা দেখানো হোক।

Advertisement

হাজারও বিতর্কের মাঝে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করেছেন, রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। আমি সিপিএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে? আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে।”

[আরও পড়ুন: আইপিএলেও ডিএ প্রতিবাদ, ব্যানার হাতে ইডেনে ম্যাচ দেখতে হাজির সরকারি কর্মীরা]

তিনি এই নির্দেশ দেওয়ার পরই রাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিনে নোটিস পৌঁছে ছবির প্রদর্শন বন্ধের জন্য। প্রচুর আগাম বুকিং থাকলেও প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ দর্শকের অনেকের কাছেই এই খবর ছিল না। বেলঘরিয়ার রূপমন্দির সিনেমা হলে দিনের বেলার শো’য় অনেকেই আগাম টিকিট কেটে দেখতে এসেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’। কিন্তু আসার পর দেখেন, হলের সামনে পুলিশ। দর্শকদের ফিরে যেতে বলা হয়। তাতে তাঁরা আপত্তি জানান। কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, পুলিশ দর্শকদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় ও হলের সামনে থেকে সরিয়ে দেন সবাইকে।

[আরও পড়ুন: গ্রেপ্তার ইমরান খান, রণক্ষেত্রের চেহারা নিল ইসলামাবাদ হাই কোর্ট]

এরপরই তাঁরা উত্তেজিত হয়ে হলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গেট ভেঙে হলে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। সামনে দাঁড়িয়ে ‘হায় হায়’ বলে স্লোগানও দেন সকলে। হল কর্তৃপক্ষের দাবি, এদিন সকাল পর্যন্ত সেখানে সিনেমা বন্ধ করার কোনও নোটিস আসেনি। তবে ঝামেলার সময়ই নোটিসটি এসে পৌঁছয়। অভিযোগ, বিজেপি কর্মীরাই এদিন হলে জমায়েত হয়েছিলেন অশান্তির উদ্দেশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার