এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিল মাটিয়া থানা এলাকার সিথুলিয়া গ্রাম। স্থানীয় উপপ্রধানের কীর্তিতে স্থানীয় মানুষজনের মধ্যে ক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নেয়। এরপরেই উত্তেজিত জনতা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, বাড়িতে এবং গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।
মৃত ওই যুবকের নাম রিয়াজ মোল্লা। গত পাঁচদিন আগে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রিয়াজ। একাধিক জায়গায় খোঁজ চালিয়েও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরেই মাটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার। সেই ঘটনায় তদন্তে নেমে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অভিযোগ, পুলিশের হাতে আটক হওয়া যুবকদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডল। যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছিল।
এর মধ্যেই আজ সোমবার সিথুলিয়ার একটি আমবাগানের মধ্যে থাকা পরিত্যক্ত ডোবা থেকে রিয়াজের দেহ উদ্ধার করেন স্থানীয় মানুষজন। এরপরেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়ে উপপ্রধানের উপর। বাড়িতে ঢুকে চলে ভাঙচুর। এমনকী বাড়ি থেকে সমস্ত জিনিস বার করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী উপপ্রধানের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একেবারে রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। অন্যদিকে রিয়াজ মোল্লাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও ঘটনা, তা জানতে শুরু তদন্ত শুরু করেছে পুলিশ।
