সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সংক্ষিপ্ত জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনি মালদহ কলেজের অডিটোরিয়ামে মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে নিয়ে একসঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেছেন। আর এই বৈঠক থেকে ফের এনআরসি নিয়ে সরব হলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ”এখানে কোনও এনআরসি হবে না। নাগরিকত্ব নিয়ে নিশ্চিন্তে থাকুন। আমি গ্যারেন্টার।”
এর আগেও এনআরসি (NRC) নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর গলায় বিরোধিতার সুর শোনা গিয়েছিল। বারবার তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেবে না রাজ্য সরকার। তবে বৃহস্পতিবার সীমান্তবর্তী জেলা মালদহ (Maldah) থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিঃসন্দেহে বাড়তি তাৎপর্যের। এদিন প্রশাসনিক মঞ্চ থেকেই এক জনপ্রতিনিধি নাগরিকত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ”নাগরিকত্ব নিয়ে কাউকে ভাবতে হবে না। ওসব এখানে হবে না। আমি গ্যারেন্টার।”
[আরও পড়ুন: ‘মেয়েকে গ্রেপ্তার করলেন, বিবেকে বাঁধল না?’, ইডি আধিকারিকের হাত ধরে প্রশ্ন অনুব্রতর]
এদিন তিনি বলেন, ‘‘এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যেভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না।’’ তবে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলকে সতর্ক করেন তিনি। ভোটা তালিকায় নাম তোলার কথা বলেন। সঙ্গে ১০ বছর অন্তর দেশবাসীকে আধার কার্ড আপডেট করারও পরামর্শ দেন তিনি।
[আরও পড়ুন: উচ্ছেদের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টে ধাক্কা বিশ্বভারতীর]
প্রশাসনিক বৈঠকে মালদহের ওয়াকফ বোর্ডের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাজ ঠিকমতো করার জন্য প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি কমিটিও তৈরি দেন।