shono
Advertisement

কলেজছাত্রীর ‘শ্লীলতাহানি’, TMC কাউন্সিলরের দাদার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

জগদ্দল থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার।
Posted: 04:17 PM Nov 25, 2023Updated: 04:53 PM Nov 25, 2023

অর্ণব দাস, বারাকপুর: বাড়িতে একা পেয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা জানাজানি হলে প্রাণনাশের হুমকি। কাঠগড়ায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাদা। জগদ্দল থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। বয়ান রেকর্ডও করা হয়েছে তাঁর।

Advertisement

ঘটনা গত ২০ নভেম্বর অর্থাৎ সোমবারের। অভিযোগ, ওইদিন ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘিরপাড়ের বাসিন্দা কলেজ ছাত্রীকে একটি ফাঁকা বাড়িতে ডেকে পাঠায় তৃণমূল কাউন্সিলরের দাদা ভূদেব ব্রহ্ম ওরফে ভুট্টো। কলেজছাত্রী যাননি। বাড়িতে একাই ছিলেন তিনি। কাঁচালঙ্কা চাওয়ার অছিলায় ওইদিন সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরের দাদা কলেজছাত্রীর বাড়িতে আসে। অভিযোগ, বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়ে তিনি। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে সে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্রের কোপ! গড়িয়ায় তরুণীর হাতের শিরা কাটল যুবক]

শনিবার মাকে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ওই কলেজছাত্রী। পুলিশ ওই কলেজছাত্রীর বয়ানও রেকর্ড করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা এবং তাঁর পরিবার। জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও অধরা কাউন্সিলরের দাদার। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন, “আইন আইনের পথে চলবে। উনি যদি অপরাধ করেন আইন তার নিজের পথে চলবে।” এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কলেজছাত্রী। নিজেকে কার্যত গৃহবন্দি করে রেখেছেন তিনি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: এই প্ল্যানে রিচার্জ করলেই বিনামূল্যে দেখা যাবে Netflix, জানুন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার