shono
Advertisement
Congress

ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী, তৃণমূলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ মালদহে

Published By: Paramita PaulPosted: 10:26 AM Jun 09, 2024Updated: 10:26 AM Jun 09, 2024

বাবুল হক, মালদহ: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এবার সেই ভোট পরবর্তী হিংসার বলি হলেন এক কংগ্রেস কর্মী। তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি মহম্মদ নাসির-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা মহম্মদ নাসির-সহ তাঁর দলবল কংগ্রেস কর্মীদের নানারকম ভাবে হুমকি দিতে থাকে।

[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

সইফুদ্দিনের কথায়, "শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ধরমপুর বাজার থেকে ফেরার সময় আমাদের কংগ্রেস কর্মী আকমাল শেখকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দুই পায়ের গোড়ালি-সহ পায়ের বিভিন্ন অংশে নৃশংস ভাবে কোপ মেরেছিল দুষ্কৃতীরা।" আশঙ্কাজনক অবস্থায় আকমালকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনাকে তৃণমূল পারিবারিক অশান্তি বলে দাবি করেছে।

[আরও পড়ুন: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি, বাংলার কপালে মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে।
  • এবার সেই ভোট পরবর্তী হিংসার বলি হলেন এক কংগ্রেস কর্মী।
  • তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
Advertisement