shono
Advertisement
Sisir Adhikari

'তৃণমূলে যাওয়া মস্ত ভুল ছিল, ক্ষমা চাইছি', বলছেন তিনবারের সাংসদ শিশির

পালটা দিয়েছে তৃণমূলও।
Posted: 02:05 PM May 02, 2024Updated: 04:29 PM May 02, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: খাতায় কলমে শিশির অধিকারী (Sisir Adhikari) এখনও তৃণমূলের সাংসদ। যদিও দীর্ঘদিন ধরেই তিনি গেরুয়া শিবির ঘনিষ্ঠ। বিজেপির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। এবার বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক শিশিরবাবু। বললেন, তৃণমূলে যোগ দেওয়াই তাঁর ভুল ছিল। ক্ষমাও চেয়ে নিলেন তিনি। পালটা দিয়েছে তৃণমূলও।

Advertisement

তৃণমূলের শুরু থেকেই কাঁথির অধিকারী পরিবার ছিল দলের সঙ্গে। শিশির অধিকারী ও তাঁর ছেলেরা সকলেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাংসদ, বিধায়ক হয়েছেন। মন্ত্রিত্বও পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের তৃণমূল রাশ কার্যত ছিল অধিকারীদের হাতেই। কিন্তু ২০২১ সালে বদলেছে ছবিটা। আচমকা দলের সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগ দিয়েছেন শিশিরপুত্র শুভেন্দু। পরবর্তীতে পরিবারের অন্যান্যরাও বিজেপির দিকে ঝুঁকেছেন। চলতি লোকসভা নির্বাচনে কাঁথি থেকে বিজেপির হয়ে লড়ছেন শিশির অধিকারীর আরেক পুত্র সৌমেন্দু। বুধবার বিজেপি প্রার্থী ছেলের হয়ে কাঁথির রামনগরে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ শিশির অধিকারী। সেখানেই বিস্ফোরক দাবি করলেন শিশির। 

[আরও পড়ুন: Madhyamik Result 2024: প্রথম দশে ৫৭ জন, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ মেধাতালিকা]

তৃণমূলের তিনবারের সাংসদ শিশির অধিকারীর কথায়, "তৃণমূলে যোগ দেওয়া ছিল আমার মস্ত বড় ভুল। আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সে দিনের ভুলের জন্য আজ বাংলাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সে দিন যদি চোখ-মুখ ওই দিকে না ঘোরাতাম তা হলে আজ বাংলার যুবকদের এই দুর্দশা হত না। আপনাদের অনুরোধ করছি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিন।" পালটা দিলেন অখিল গিরি। খোঁচা দিয়ে তিনি বলেন, "ভোট এলেই নাটক শুরু করে অধিকারী পরিবার।"

[আরও পড়ুন: আরও দুদিন তাপপ্রবাহের জ্বালা, বৃষ্টির আশায় দিন গুনছে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক শিশিরবাবু।
  • বললেন, তৃণমূলে যোগ দেওয়াই তাঁর ভুল ছিল। ক্ষমাও চেয়ে নিলেন তিনি। পালটা দিয়েছে তৃণমূলও।
Advertisement