বিক্রম রায়, কোচবিহার: ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। দিলীপ ঘোষকে (Dilip Ghish) গাড়ি-সহ রোলার চাপা দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এর পাশাপাশি দলীয় কর্মীদের একাংশকে রাস্তায় মিশিয়ে দেওয়ার হুমকিও দিলেন। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছে শাসকদল। শনিবার দিনহাটা (Dinhata) ২ নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা জুনিয়র হাই স্কুল মাঠে তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে বক্তব্য রাখেন উদয়ন গুহ। সেখানেই একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। দিলীপ ঘোষের গাড়ি চাপা দেওয়ার হুমকির পালটাও দেন তিনি। বলেন, “ওই যে দিলীপ ঘোষ, উনি বলেছিলেন যে গাড়ি চাপা দেবেন আমাদের কর্মীদের। আমরা তাহলে রোলার নিয়ে যাব। গাড়ি-সহ ওনাকে রোলার চাপা দেব।”
[আরও পড়ুন: নজরে আদিবাসী ভোট, আগামী সপ্তাহে বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী]
তবে এদিন শুধু বিজেপি সাংসদ নয়, দলের কর্মীদেরও হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, “যাঁরা ভেটাগুড়ি যাচ্ছেন, ভাল কথা। ফেরার পথে যদি গাড়ি রাস্তায় মিশে যায় তাহলে দোষ দিতে পারবেন না।” মন্ত্রীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা। কিন্তু কেন ভেটাগুড়িতে আপত্তি উদয়নের? দিনহাটার ভেটাগুড়িতে বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। ফলত মনে করা হচ্ছে. তৃণমূলের কেউ বা কাঁরা গোপনে যোগাযোগ করছেন, তা জানতে পারায় এই উষ্মাপ্রকাশ।
পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে সভা করতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গাড়ি আটকায় কিছু তৃণমূল সমর্থক। মঙ্গলবার সভামঞ্চে দাঁড়িয়ে তাঁদের হুমকি দিলেন তিনি। বললেন, “এরপর থেকে খবরদার বিজেপির (BJP) গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে গেলে বাবা-মার কোল খালি হয়ে যাবে।”