shono
Advertisement

নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

মধ্যমগ্রামে চাঞ্চল্য৷ The post নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM Dec 24, 2018Updated: 02:39 PM Dec 24, 2018

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: নিঃসন্তান হওয়ায় দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত৷ যতদিন যাচ্ছিল ততই সম্পর্কের অবনতি ঘটছিল দু’জনের৷ সে কারণেই কি চরম পরিণতির পথ বেছে নিলেন মধ্যমগ্রামের শ্রীপুরের দাস দম্পতি৷ তাই কি স্ত্রীকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত? দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় এমনই হাজারও প্রশ্নের ভিড়৷ ঠিক কী কারণে মারা গেলেন স্বামী-স্ত্রী তা নিয়েই ধন্দে মধ্যমগ্রাম থানার পুলিশ৷

Advertisement

[গরু চুরির অভিযোগে দুষ্কৃতীদের গণপিটুনি, জনতার উপর পুলিশের লাঠিচার্জ]

মধ্যমগ্রামের শ্রীপুরের দীর্ঘদিনের বাসিন্দা শম্ভুনাথ দাস এবং স্বপ্না দাস নামে ওই দম্পতি৷ বিয়ের পর প্রথম কয়েকবছর সম্পর্ক ভালই ছিল দু’জনের৷ কিন্তু ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছিল৷ নিত্যদিনই প্রায় বাড়িতে লেগে থাকত অশান্তি৷ দু’জনের সন্তান ছিল না৷ সে কারণেই তাঁদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত বলেই দাবি প্রতিবেশীদের৷ রবিবার রাতেও তাঁদের ঝগড়ার শব্দ পেয়েছিলেন স্থানীয়রা৷ সোমবার সকালে অনেক দেরি পর্যন্ত বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের৷ ডাকাডাকি শুরু করেন তাঁরা৷ অনেক ডাকাডাকির পর কার্যত বন্ধ দরজা ভেঙে বাড়িতে ঢোকেন বেশ কয়েকজন৷ তাঁরা দেখেন বন্ধ ঘরের ভিতর বিছানার উপরে পড়ে রয়েছে স্ত্রীর দেহ৷ তার পাশে ওই ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শম্ভুনাথের দেহ৷ তড়িঘড়ি ওই দু’জনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছেন দম্পতি৷

[ঘরে দু’বেলার ভাত নেই, সরকারের কাছে সাহায্যের আবেদন অসুস্থ বৃদ্ধার]

প্রতিবেশীদের দাবি, নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা৷ মাঝে মাঝে নাকি স্ত্রীকেও তালাবন্দি করে রাখত শম্ভুনাথ৷ দু’জনের মধ্যে অশান্তি ছিল রোজকার বিষয়৷ ওই অশান্তির জেরেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী৷ আদতে প্রতিবেশীদের দাবি সঠিক নাকি রহস্যমৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ আপাতত ওই দম্পতির ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷

The post নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement