shono
Advertisement

বিতর্কের মধ্যেই মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, যোগ দিচ্ছেন সেলিম-সুজনরা

আজ দিনভর অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে থাকবেন রাহুল।
Posted: 10:38 AM Feb 01, 2024Updated: 03:50 PM Feb 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির কাচ ভাঙা বিতর্কে পিছনে ফেলে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে প্রবেশ করল রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন সকালে মালদহ থেকে মুর্শিদাবাদে প্রবেশ করেছে প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতির যাত্রা। সকালে গাড়িতে বেশ কিছুটা রাস্তা রোড শো করেছেন রাহুল। এসবের মধ্যেও আছে অসহযোগিতার অভিযোগ।

Advertisement

আজ দিনভর মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের। রোড শো করবেন, পদযাত্রা করবেন, ৩টি জনসভাও করবেন। রাতে কান্দিতেই থাকার কথা রাহুলের। এসবের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরীদের (Adhir Ranjan Chowdhury) দাবি, প্রশাসন অনুমতি না দেওয়ায় রঘুনাথগঞ্জে রাহুলের সভা বাতিল করতে হয়েছে। রাহুল মুর্শিদাবাদে থাকবেন একদিনই। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী চাইছেন এই একদিনেই রাহুলকে দিয়ে যত বেশি সম্ভব কর্মসূচি পালন করিয়ে নিতে। যাতে লোকসভার আগে দলের পক্ষে হাওয়া তোলা যায়।

[আরও পড়ুন: মোদি জমানায় হু হু করে বাড়ছে ভ্রষ্টাচার! ‘দুর্নীতি সূচকে’ বিশ্বে ভারতের স্থান কত?]

এদিকে রাহুলের যাত্রায় আজ যোগ দেবে সিপিএম। সূত্রের দাবি, কংগ্রেসের তরফেই ‘ভারত জোড়ো ন‌্যায় যাত্রা’য় (Bharat Nyay Jodo) যোগদানের জন‌্য আমন্ত্রণ জানানো হয় সিপিএমকে। সপ্তাহ দুয়েক আগে দিল্লি থেকে এআইসিসির এক শীর্ষ পদাধিকারী ফোন করেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমকে। এআইসিসির (AICC) ওই নেতাকে সেলিম জানান রাহুলের যাত্রায় যোগ দিতে তাঁদের বিশেষ আপত্তি নেই। শর্ত একটাই, ওই যাত্রায় তৃণমূলের কোনও প্রতিনিধি থাকা চলবে না। যদি তৃণমূল কংগ্রেস না থাকে, তবে যাত্রায় যোগ দিতে তাঁদের আপত্তি নেই।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রথম সম্ভাষণ, রাষ্ট্রপতি মুর্মুর মুখে রামমন্দির থেকে তিন তালাক]

রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। সেটা স্পষ্ট হয়ে যেতেই যাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সিপিএম। বুধবার মালদহেই রাহুলের যাত্রায় ছিলেন শতরুপ ঘোষ। বৃহস্পতিবার মুর্শিদাবাদে ওই যাত্রায় থাকবেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। তাৎপর্যপূর্ণভাবে একদিন আগেই মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, সিপিএমের জন্যই কংগ্রেস এবং তৃণমূলের বোঝাপড়া নষ্ট হয়েছে। এদিন সেলিমরা রাহুলের যাত্রায় যোগ দিলে, সেই অভিযোগ আরও জোরাল হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার