shono
Advertisement

মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও

উঠেছে নিন্দার ঝড়৷ The post মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Dec 10, 2018Updated: 07:16 PM Dec 10, 2018

ধীমান রায়, কাটোয়া:  জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল৷ গত সপ্তাহে একপক্ষের হয়ে জোর করে নালা কাটতে যান প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল-সহ স্থানীয় সিপিএম নেতারা ৷ বাধা দেন এক গৃহবধূ৷ অভিযোগ, বাধার মুখে পড়ে প্রাক্তন বিধায়কের সামনেই তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন অন্য সিপিএম নেতারা । আর সেই অশালীন কথাবার্তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে।

Advertisement

[রামরাজাতলা স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন, ব্যাহত রেল চলাচল]

জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি ভাতার বাজারে৷ তাঁদের বাড়ির দক্ষিণদিকে বেশকিছুটা পৈতৃক ফাঁকা জমি পড়ে রয়েছে এবং তার পাশেই রয়েছে এক প্রতিবেশীর বাড়ি। তাঁদের বাড়ির নিকাশির জল পাইপের মাধ্যমে ওই ফাঁকা জায়গায় এসে পড়ে। তা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে সংঘাত চলছিল। একসময় বিরোধ চরমে পৌঁছালে সাময়িক ভাবে তা মীমাংসা করে দিয়েছিল পঞ্চায়েত৷ গ্রামবাসীদের দাবি, গত সপ্তাহে জোর করে ওই জমিতে নালা কাটতে গিয়েছিলেন সিপিএমের ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল৷ তাঁর সঙ্গে গিয়েছিলেন ভাতার ব্লক কৃষকসভার সম্পাদক নজরুল হক এবং ভাতার ১ নম্বর এরিয়া কমিটির সদস্য ইন্দ্রজিৎ হাজরা-সহ বেশ কয়েকজন কর্মী৷ অভিযোগ, জমির মালিক ওই মহিলা বাধা দিলেই তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন নজরুল হক।

[মিটিং সেরে ফেরার পথে খুন বিজেপি কর্মী, চাঞ্চল্য দুর্গাপুরে]

 সেই ঘটনার ভিডিওটি  রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এক যুবক৷ ভাইরাল হতে সময় লাগেনি৷ সমালোচনার ঝড় ওঠে।  চাপের মুখে শেষপর্যন্ত নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত নেতা নজরুল হক। যদিও তাঁর পালটা দাবি,  “আমি খারাপ মন্তব্য করার আগে ওই মহিলা আমাকে অজস্র গালিগালাজ করেছিলেন। কিন্তু তা কেউ রেকর্ডিং করেনি। আমার কথাটাই রেকর্ড করে প্রচার করা হয়েছে।”

The post মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement