shono
Advertisement
Cyclone Dana LIVE UPDATE

'ডানা'র হানা LIVE UPDATE: সন্ধেয় বন্ধ গঙ্গার লকগেট, 'ডুববে কলকাতা', আশঙ্কায় মেয়র পারিষদ

শুক্রবার সকালেও বন্ধ থাকবে লকগেট।
Published By: Paramita PaulPosted: 08:30 AM Oct 24, 2024Updated: 03:35 PM Oct 24, 2024

ঘূর্ণিঝড় 'ডানা'র আতঙ্কে কাঁপছে বাংলা-ওড়িশা। আজ, বৃহস্পতিবার রাতেই ধামরা  বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক। বিপদ এড়াতে ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রতি মুহূর্তের LIVE UPDATE:

Advertisement

দুপুর ৩.৩১: ডানার দাপট সামলে দুর্গতদের সাহায্যে আলাদা করে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। অন্ধ্র, ওড়িশা, বাংলার সঙ্গে সমন্বয় করে বিপর্যয় মোকাবিলায় তৈরি বিশেষ টিম, নেতৃত্বে নৌবাহিনী অফিসার-ইনচার্জরা। মজুত রাখা হচ্ছে খাদ্য, পানীয় জল, ওষুধ ও যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী।

দুপুর ৩.০০: লাল সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এলাকাজুড়ে। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১২-১৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়  নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গাসাগরের মন্দিরতলা এলাকা বেহাল নদী বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

দুপুর ২.৩৬: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। বইছে ঝোড়ো হাওয়া।

দুপুপ ২.২০: কলকাতা বিমানবন্দরে সাময়িক বন্ধ বিমান পরিষেবা। ভুবনেশ্বর বিমানবন্দরেও ওঠানামা বন্ধ বিমানের। 

 

দুপুর ২.০৫: আজ, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে গঙ্গার জলস্তর বেড়ে হবে ৪.০৪ মিটার (১৩.২৫ ফুট)। গঙ্গার লকগেটগুলি দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে। এ প্রসঙ্গে মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং জানালেন, সে সময় প্রচুর বৃষ্টি হলে কলকাতা ডুববে। শুধু আজ নয়, শুক্রবার সকাল পৌনে ছটা নাগাদ জোয়ারের ফলে গঙ্গার জলস্তর হবে ৪.২৪ মিটার (১৩.৯১ ফুট) । তাই লকগেটগুলি ভোর সাড়ে চারটে থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে।

পুরসভার কন্ট্রোল রুম পরিদর্শনে তারক সিং। নিজস্ব চিত্র।

দুপুর ১.৩৭: 'ডানা'র সর্তকতায় পুরুলিয়ার বান্দোয়ানে মাইকিং শুরু ব্লক প্রশাসনের।

ছবি: অমিতলাল সিংদেও।

 

দুপুর ১.১৯: বেলা বাড়তেই বাড়ছে হাওয়ার গতিবেগ। 

বেলা ১২.০০: আসানসোলে শুরু হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালী প্রতিমা গড়ার কাজ বন্ধ রেখে প্লাস্টিকে মুড়ে ফেলতে হচ্ছে মূর্তিকে। এরকম বৃষ্টিপাত হলে পুজো উদ্যোক্তাদের মূর্তি কীভাবে হস্তান্তর করবেন সেই বিষয়ে চিন্তিত আসানসোলের মহিষিলা পাল পাড়ার শিল্পীরা।

সকাল ১১.৪৭: ধামরা সৈকতে চলছে মাইকিং। সমুদ্র অঞ্চল থেকে সকলকে সরে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে।

 

সকাল ১১.০০: ২৪ ও ২৫ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধ থাকবে ফেরি পরিষেবাও। 

সকাল ১০.৪৫: আপাতত 'ডানা'টি পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। ধামরা বন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সেটি।।

সকাল ১০.৩০: নদিয়া জেলার কল্যাণী চাকদহ সহ হরিণঘাটায় বৃষ্টি শুরু হয়েছে। চাকদহ ব্লকের গৌরনগর গঙ্গার ঘাট, কল্যাণী ব্লকের তারিনীপুর গঙ্গার ঘাট, সান্যাল চর গঙ্গার ঘাট, চরসরাটি গঙ্গার ঘাট, মাঝেরচর গঙ্গার চর, কাঁচরাপাড়া গঙ্গার ঘাটগুলোতে খেয়া পারাপারের নিষেধাজ্ঞার নোটিশ ঝুলিয়েছে ব্লক প্রশাসন। 

সকাল ১০.০০: ঘূর্ণিঝড়কে বুড়ো আঙুল দেখিয়ে দিঘায় পর্যটকের ভিড়। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেলফিতে মজে আট থেকে আশি। 

দিঘার পারে পর্যটকের ভিড়। ছবি: পিটিআই।

 

সকাল ৯.৩০: ওড়িশায় শুরু দুর্যোগ। ধামরা, ভদ্রক এলাকা থেকে সাধারণ মানুষকে সরানো হচ্ছে। 

 

সকাল ৯.০০: ঝড়ের বিপদ এড়াতে চালু হয়েছে একাধিক হেল্পলাইন। এক নজরে হেল্পলাইন

কলকাতা পুরসভা- ২২৮-৬১২১২, ২২৮-৬১৩১৩, ২২৮-৬১৪১৪

হাওড়া পুরসভা-৬২৯২২৩২৮৭০

কলকাতা পুলিশ-৯৪৩২৬১০৪৫৫

শিয়ালদহ স্টেশন-২৩৫১৬৯৬৭

হাওড়া স্টেশন-২৬৪১৩৬৬০

ডব্লুবিএসইডিসিএল-৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, টোল ফ্রি: ১৯২২১

হোয়াটসঅ্যাপ-৮৪৩৩৭১৯১২১

সিইএসসি-৩৫০১১৯১২, ৪৪০৩১৯১২, হোয়াটসঅ্যাপ-৭৪৩৯০০১৯১২, বিশেষ হেল্পলাইন-৯৮৩১০৭৯৬৬৬

নবান্ন কন্ট্রোল রুম-২২১৪৩৫২৬, টোল ফ্রি: ১০৭০

সকাল ৮.৩০: উপকূলীয় দক্ষিণবঙ্গে বন্ধ ফেরি চলাচলও।

সকাল ৮.২০: বিপদ এড়াতে শিয়ালদহ ডিভিশন প্রায় সমস্ত শাখায় বৃহস্পতিবার রাত আটটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত বন্ধ পরিষেবা। বাদ যায়নি হাওড়া ডিভিশনও। মোট ৬৮টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ডাউনেও যে ট্রেনগুলি আসবে তার মধ্যেও বাতিল ৯৩টি ট্রেন। 

সকাল ৮.১০: উপকূলীয় এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। ঘোড়ামারা দ্বীপ থেকে প্রায় ৬ হাজার মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। সাগর দ্বীপ থেকেও ১০ হাজার মানুষকে সরানো হয়েছে। 

 

সকাল ৮.০০: বুধবার রাত থেকেই দফায়-দফায় বৃষ্টি। কলকাতা ও শহরতলি এলাকায় সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু। উপকূলীয় এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইছে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement