অর্ণব দাস, বারাসত: বিকেল ৫টা ৩৭ মিনিটে ছাড়বে ছাড়বে করছে ডাউন দত্তপুকুর (Duttapukur) লোকাল! তার আগে মহিলাদের লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি এক যুবকের। শুধু তাই নয়, মহিলাদের যাত্রীদের সামনে ওই যুবক হস্তমৈথুন করছিলেন বলেও অভিযোগ। এরপরেই হাতেনাতে অভিযুক্ত ওই যুবককে ধরে ফেলেন যাত্রীরা। একেবারে খুঁটিতে বেঁধে রেখে চলে বেধড়ক মার। খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ। কোনও রকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর স্টেশনে। এক মহিলা যাত্রী জানান, ''হৃদয়পুর যাব বলে মেয়েকে নিয়ে দত্তপুকুর লোকালে উঠেছিলাম। হঠাৎ দেখি ওই যুবক তাঁদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি।'' কিন্তু অভিযুক্ত ওই যুবক না থেমে একের পর এক কুকীর্তি করতে থাকে বলে অভিযোগ ওই মহিলার। এমনকী একটা সময়ে ওই যুবক প্রকাশ্যে জিপ খুলে হস্তমৈথুন করতে থাকে বলেও অভিযোগ। এরপরেই ট্রেনে থাকা সমস্ত মহিলারা সবাই মিলে তেড়ে যায় ওই যুবকের দিকে।
স্টেশনের মধ্যেই বেঁধে অভিযুক্তকে বেধড়ক মার।
একেবারে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে। শুরু হয় উত্তম মাধ্যম। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। ছুটে আসেন অন্যান্য যাত্রীরাও। ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। যদিও রেল পুলিশের দাবি, সবসময় কড়া নজরদারি চালানো হয়। এমনকী মহিলাদের কামরাতেও নিরাপত্তা কর্মী থাকেন। এরপরেও তাহলে কীভাবে এই ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
দত্তপুকুর স্টেশনের ঘটনা।
