shono
Advertisement
VIsva Bharati University

'রবীন্দ্র ঐতিহ্য মেনেই চলবে বিশ্ববিদ্যালয়', দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি বিশ্বভারতী নয়া উপাচার্যের

প্রাক্তনীর হাত ধরেই বিশ্বভারতীর মর্যাদা ফেরানোর লড়াই শুরু।
Published By: Paramita PaulPosted: 11:36 AM Mar 20, 2025Updated: 11:36 AM Mar 20, 2025

দেব গোস্বামী, বোলপুর: কৃষি বিজ্ঞানী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাত ধরেই বিশ্বভারতীর মর্যাদা ফেরানোর লড়াই শুরু। 'রবীন্দ্র ঐতিহ্যকে মান্যতা দিয়েই বিশ্বভারতী পরিচালনা হবে',দায়িত্বভার গ্রহণ করেই একথা জানালেন বিশ্বভারতীর নয়া উপাচার্য প্রবীরকুমার ঘোষ।

Advertisement

বিশ্বভারতীর ১৯৫১- ৩ (৬) নিজস্ব আইন অনুযায়ী রাষ্ট্রপতির ছাড়পত্র পাওয়ার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অধ্যাপক প্রবীরকুমার ঘোষকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়। বুধবার, বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে দায়িত্বভার গ্রহণ করেন স্থায়ী উপাচার্য প্রবীরকুমার ঘোষ। তাঁকে স্বাগত জানান ও দায়িত্ব তুলে দেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন। ছিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। দায়িত্ব গ্রহণ করে উপাচার্য প্রবীরকুমার ঘোষ বলেন,"স্থায়ী উপাচার্য হিসাবে দেশের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন আমি তা চ্যালেঞ্জ হিসাবেই গ্রহণ করেছি। রবীন্দ্র ঐতিহ্য মেনেই অধ্যাপক, কর্মী-সহ সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে। উদ্দেশ্য হবে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্ক বাড়ানোর। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আদর্শ রয়েছে। সেই মতো কাজ পরিচালনা হবে। কেন্দ্রীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। এই নিয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সঙ্গে দ্রুত বৈঠকে বসা হবে। কতদূর কী কাজ হয়েছে বিভিন্ন ভবন-সহ সুবিধা অসুবিধা সবকিছুই দেখা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ এটা রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় ঐতিহ্যমন্ডিত বিশ্ববিদ্যালয়।"

৩৫ বছর দেশের বিভিন্ন প্রান্তে উপাচার্য-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর নিজের বিশ্ববিদ্যালয়ে এসে 'প্রাণ খুলে' নিশ্বাস নিতে পারলেন তিনি । কারণ আদতে জন্মসূত্রে মুর্শিদাবাদের বাসিন্দা রাজ্যের ভূমিপুত্র হলেও এখানে কাজ করার সুযোগ হয়নি। আগে রাণী লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ঝাঁসিতে ডাইরেক্টর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে উপাচার্যের কাজ করেছেন।

প্রসঙ্গত,গত ২০২৩ সালের ৮ নভেম্বর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। তারপর থেকে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক, শিল্প সদনের অধ্যাপক অরবিন্দ মণ্ডল, পল্লী সংগঠন বিভাগের অধ্যাপক বিনয়কুমার সোরেন ভারপ্রাপ্ত উপাচার্যের পদ সামলে এসেছেন। দীর্ঘ ১৬ মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিশ্বভারতীর প্রাক্তনী প্রবীর কুমার ঘোষ ১৯৮১ সাল থেকে ৮৫ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর কৃষি বিষয়ক পাঠ নিয়েছেন। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক খোদ দেশের রাষ্ট্রপতি ও আচার্য খোদ প্রধানমন্ত্রী। স্বভাবতই বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ায় খুশি পড়ুয়া,প্রাক্তনী, অধ্যাপক, কর্মীসহ প্রবীণ আশ্রমিকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষি বিজ্ঞানী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাতেই বিশ্বভারতীর মর্যাদা ফেরানোর লড়াই শুরু।
  • 'রবীন্দ্র ঐতিহ্যকে মান্যতা দিয়েই বিশ্বভারতী পরিচালনা হবে',দায়িত্বভার গ্রহণ করেই একথা জানালেন বিশ্বভারতীর নয়া উপাচার্য প্রবীরকুমার ঘোষ।
  • বিশ্বভারতীর ১৯৫১- ৩ (৬) নিজস্ব আইন অনুযায়ী রাষ্ট্রপতির ছাড়পত্র পাওয়ার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অধ্যাপক প্রবীরকুমার ঘোষকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়।
Advertisement