shono
Advertisement

দুর্গাপুজোর কারণে উপনির্বাচনে রাজি নয় রাজ্য সরকার, দিন পিছল কমিশন

পশ্চিমবঙ্গে বাদে একই দিনে ১৮ রাজ্যের ৬৪টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন৷ The post দুর্গাপুজোর কারণে উপনির্বাচনে রাজি নয় রাজ্য সরকার, দিন পিছল কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Sep 21, 2019Updated: 02:45 PM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পরপরই উপনির্বাচন অনুষ্ঠিত করতে পারবে না সরকার, তাই এ রাজ্যে উপনির্বাচন পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ তাই একই দিনে দেশের ১৮টি রাজ্যে বিধানসভার উপনির্বাচন ও একটি রাজ্যে লোকসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলেও, বাদ রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে৷

Advertisement

[ আরও পড়ুন: পুজোর পরই ২ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা করল কমিশন ]

শনিবার মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই, উপনির্বাচনগুলিরও দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা৷ তিনি জানান, দুর্গাপুজোর পর পরই উপনির্বাচন অনুষ্ঠিত করা সম্ভবপর নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ তাই সেখানে এখনই উপনির্বাচন হচ্ছে না৷ একই ভাবে, উত্তরাখণ্ডেও ওই সময় পঞ্চায়েত নির্বাচন চলবে, তাই ওই রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণও পরে জানান হবে৷

জানা গিয়েছে, একসঙ্গে ১৮টি রাজ্যের ৬৪টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ বিধানসভার উপনির্বাচন হবে অরুণাচল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি ও তেলেঙ্গানার একটি করে কেন্দ্রে৷ হিমাচলপ্রদেশ, রাজস্থান ও তামিলনাডুর দু’টি কেন্দ্রে এবং অসম, গুজরাট ও পাঞ্জাবের চারটি কেন্দ্রে হবে উপনির্বাচন৷ একই দিনে বিহার ও কেরলের পাঁচটি আসনে এবং সিকিমের তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ সর্বাধিক উপনির্বাচন হবে কর্ণাটক ও উত্তরপ্রদেশে, যথাক্রমে ১৫টি ও ১১টি আসনে৷ এছাড়া বিহারের একটি লোকসভা আসনেও হবে উপনির্বাচন৷ 

[ আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল শীতল রাত, বিক্রমের সঙ্গে যোগাযোগের সব আশা শেষ ]

নির্বাচন কমিশন সূত্রে জানা হয়েছে, ২৩ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি হবে৷ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর৷ জমা পড়া মনোনয়ন স্কুটিনি হবে ১ অক্টোবর৷ উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর৷ ভোট গণনা হবে ২৪ অক্টোবর৷ এবং ২৭ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে৷

The post দুর্গাপুজোর কারণে উপনির্বাচনে রাজি নয় রাজ্য সরকার, দিন পিছল কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার