সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করে নির্যাতিতার পরিবারের হয়ে আর আইনি লড়াই লড়বেন না বৃন্দা গ্রোভার। কাজে হস্তক্ষেপের অভিযোগ করে সরে দাঁড়িয়েছেন তিনি। এবার তাঁর বদলে 'অভয়া'র মা-বাবার পক্ষে মামলা লড়বেন করুণা নন্দী।
গত ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্য তথা গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। নৃশংস হত্যাকাণ্ডের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করতেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। তখন পরিবারের অভিযোগ ছিল, নানা কাজে ব্যস্ত থাকেন বিকাশ। তাই তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হয়। সূত্রের খবর, বিনামূল্যে মামলা লড়তেন তিনি। গ্রোভারের দলে থাকা আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন গুপ্ত বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল জবাবও করেন। কিন্তু আইনজীবীর সঙ্গে মতের মিল হচ্ছিল না পরিবারের, এমনই দাবি।
সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে। পরিবার সূত্রে খবর, তাঁদের কথা আদালতে তুলে ধরা হচ্ছে না। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টের নিয়মিত আপডেট পাচ্ছে অভয়ার পরিবার। সে কথা নাকি আদালতে জানানো হয়নি। এবার দায়িত্ব নিলেন করুণা নন্দী। শিয়ালদহে আদালতেও সওয়াল করবেন তিনি ও তাঁর টিম।