shono
Advertisement

ট্রেকিং, তীর্থ আর উষ্ণ প্রস্রবণ নিয়ে নতুন রূপে সাজছে বক্রেশ্বর

পর্যটনকে ঘিরে আরও উন্নয়নের জন্যই এই পর্ষদ গড়ে উঠবে৷ The post ট্রেকিং, তীর্থ আর উষ্ণ প্রস্রবণ নিয়ে নতুন রূপে সাজছে বক্রেশ্বর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Jun 11, 2016Updated: 10:44 AM Jun 11, 2016

স্টাফ রিপোর্টার: বক্রেশ্বরকে কেন্দ্র করে উন্নয়ন পর্ষদ করছে রাজ্য সরকার৷ নাম হবে, বক্রেশ্বর ডেভলপমেণ্ট অথরিটি বা বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ৷
বীরভূমের বক্রেশ্বরে নানা পর্যটন কেন্দ্র রয়েছে৷ সে সব কেন্দ্র ঘিরে সাধারণ মানুষের আকর্ষণ রয়েছে৷ সেই পর্যটনকে ঘিরে আরও উন্নয়নের জন্যই এই পর্ষদ গড়ে উঠবে৷
উল্লেখ্য, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ বহু পুরনো৷ দেশ-বিদেশেও এর প্রচার রয়েছে৷ অগ্নিকুণ্ড, ব্রহ্মকুণ্ড-সহ আটটি গরম জলের কুণ্ড নিয়ে এই প্রস্রবণ৷ এছাড়া কাছেই রয়েছে মামা-ভাগ্নে পাহাড়৷ ট্রেকিংয়ের জন্য এই পাহাড় উল্লেখযোগ্য৷ সৌন্দর্যও অপরিসীম৷ বিভিন্ন তীর্থক্ষেত্রও রয়েছে বক্রেশ্বরে৷ উন্নয়ন পর্ষদ গড়লে সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব৷
শুক্রবার রাজ্যের ভূমিসচিব মনোজ পন্থ নবান্নে এই পর্ষদ গড়ার কথা জানান৷ দুবরাজপুর ব্লকের ৪২টি মৌজা ও পুরসভার এলাকা এই পর্ষদের আওতায় পড়বে৷ বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের মোট ক্ষেত্রফল হবে প্রায় ৫৮ বর্গ কিলোমিটার৷

Advertisement

The post ট্রেকিং, তীর্থ আর উষ্ণ প্রস্রবণ নিয়ে নতুন রূপে সাজছে বক্রেশ্বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement