shono
Advertisement
Bangaon

খোলাবাজারে চলছে দেদার বিকিকিনি! বনগাঁয় বনদপ্তরের অভিযানে উদ্ধার ২০০ কচ্ছপ, ধৃত ৩

ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 04:45 PM Dec 25, 2024Updated: 06:37 PM Dec 25, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁর সীমান্তবর্তী এলাকায় বেআইনি কচ্ছপের ব্যবসার রমরমা!  প্রশাসনের নজর এড়িয়ে চলছে দেদার বিকিকিনি। খবর আসতেই বনগাঁর একাধিক বাজারে অভিযান চালাল বনগাঁ ফরেস্ট রেঞ্জের কর্তারা। বুধবার সকালে এই অভিযানে প্রায় ২০০টি জীবিত কচ্ছপ ও প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে। পাশাপাশি, বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুত রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।

Advertisement

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে গাইঘাটার পাঁচপোতা বাজার, বনগাঁ থানার ট বাজার এবং নিউমার্কেটে অভিযান চালানো হয়। সেখানেই উদ্ধার হয় প্রচুর কচ্ছপ। বনদপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে যেতেই বস্তা ভর্তি কচ্ছপ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যবসায়ীরা।

অভিযানে বনগাঁর বাসিন্দা তাপস হালদার ও সুব্রত হালদার এবং গাইঘাটার বাসিন্দা অঞ্জলি মাঝি নামে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ধৃত অঞ্জলিকে জেরা করে তার বাড়ি থেকে বস্তা ভর্তি প্রচুর কচ্ছপ উদ্ধার হয়। এদিকে ট-বাজার এলাকায় একটি ঘরে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার। বনদপ্তর আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। সুব্রতকে কচ্ছপ মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তবর্তী বাজার ছেয়ে গিয়েছে কচ্ছপে। বেআইনি ভাবে চলছে এই উভয়চর প্রাণী ব্যবসা।
  • খবর আসতেই বনগাঁর একাধিক বাজারে অভিযান চালাল বনগাঁ ফরেস্ট রেঞ্জ কর্তারা।
  • বুধবার সকালে এই অভিযানে প্রায় ২০০টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে।
Advertisement