shono
Advertisement
Passport fraud case

পুলিশের জালে 'পুলিশ'! পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন ভেরিফিকেশন অফিসার

এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
Published By: Subhankar PatraPosted: 11:09 AM Jan 04, 2025Updated: 02:05 PM Jan 04, 2025

অর্ণব আইচ: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক প্রাক্তন এসআই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আজ, শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবদুল হাই। বয়স ৬১ বছর। সদ্য এসআই হিসাবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল। জাল ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২টির এনকয়ারি অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন। অভিযোগ, তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতিতে সাহায্য করতেন। তিনি পাসপোর্ট পিছু ২৫ হাজার করেও নিতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আবদুলের। 

প্রসঙ্গত, বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও! ইতিপূর্বে পাসপোর্ট কাণ্ডের চাঁই মনোজ গুপ্তা ও সমরেশ বিশ্বাস এবং তার এক শাগরেদকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করেই নদিয়ার ধীরেনের খোঁজ মেলে। সেটা পাসপোর্ট জালিয়াতি মামলায় অষ্টম গ্রেপ্তারি। এরপর শুক্রবার পুলিশের প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ। এই নিয়ে মোট নয় জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এই গ্রেপ্তারির পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সরষের মধ্যেই ভূত? প্রাক্তন এই পুলিশকর্মীকে হেফাজতে নিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। আর কোনও পুলিশ বা অন্য কোনও আধিকারিক যুক্ত রয়েছেন কি না জানার চেষ্টা চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক প্রাক্তন এসআই।
  • শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
  • এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
Advertisement