shono
Advertisement
Moloy Ghatak

আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার জের, ৪ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ

বুধবার মলয় ঘটকের বাড়িতে হামলা করে এক যুবক।
Published By: Sayani SenPosted: 02:12 PM Jan 23, 2025Updated: 02:24 PM Jan 23, 2025

শেখর চন্দ্র, আসানসোল: বাড়ি লাগোয়া অফিসে হামলার ঘটনায় প্রশ্নের মুখে খোদ আইনমন্ত্রী মলয় ঘটকের নিরাপত্তা। তার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ পুলিশকর্মীকে সরানো হয়েছে। এদিকে, ধৃত যুবককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সে মানসিকভাবে অসুস্থ বলেই দাবি পরিবারের লোকজনের।

Advertisement

বুধবার বিকেল ৫টা নাগাদ এক যুবক মন্ত্রীর দপ্তরে ঢোকে। হাতে ছিল বড় থান ইট। ওই ইট মন্ত্রীর টেবিলে আছড়ে ছুঁড়ে মারে সে। যদিও মন্ত্রী ছিলেন না বাড়িতে। তিনি কলকাতায়। তাই তাঁর চোটাঘাত লাগেনি। তবে এই ঘটনায় আতঙ্কিত মন্ত্রীর পরিবার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক। আসানসোলের আপনার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ৫ পুলিশ কর্মী সর্বদা মোতায়েন থাকেন। এক অফিসার ও চার কনস্টেবল। রয়েছে সিসি ক্যামেরা। তারপরেও ওই যুবক হাতে ইট নিয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছন ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিত নস্কর। পরে আসেন মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক।

ধৃতের নাম ভিক্কি ক্যাওড়া। আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ডের কুমারপুরের কাছে কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা। কাউন্সিলর সোনা গুপ্তা জানান, তিনি নিজে ওই যুবককে জিজ্ঞেস করেন। প্রশ্ন করেছেন কেন হামলা চালালো সে? ওই যুবক জানায়, সার্টিফিকেট পায়নি বলে হামলা চালিয়েছে সে। প্রত্যক্ষদর্শীরাও পুলিশকে জানায়, ওই যুবক সার্টিফিকেট নিয়ে কিছু বলছিল, বোঝা যাচ্ছিল না। একাংশ দাবি করেন, ভিক্কি নামে ওই যুবকের বাবা মারা যাওয়ার পর কয়েকমাস ধরে ডেথ সার্টিফিকেট পায়নি। মন্ত্রীর কাছে গেলে সমস্যা মিটবে এই আশায় গিয়েছিলেন। কিন্তু মন্ত্রীকে না পেয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করে দপ্তরে হামলা চালায়। ওই যুবককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। তার পরিবারের দাবি, যুবক মানসিক ভারসাম্যহীন। গত ৩-৪ মাস ধরে এমন নানা কাজ করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ি লাগোয়া অফিসে হামলার ঘটনায় প্রশ্নের মুখে খোদ আইনমন্ত্রী মলয় ঘটকের নিরাপত্তা।
  • তার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ পুলিশকর্মীকে সরানো হয়েছে।
  • এদিকে, ধৃত যুবককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সে মানসিকভাবে অসুস্থ বলেই দাবি পরিবারের লোকজনের।
Advertisement