shono
Advertisement

‘বিজেপি সন্ত্রাসবাদী দল, ব্যান করা উচিত’, বনগাঁর সভায় মন্তব্য ফিরহাদের

প্রচারসভায় তৃণমূল প্রা্র্থীর অনুপস্থিতি নিয়ে জল্পনা৷ The post ‘বিজেপি সন্ত্রাসবাদী দল, ব্যান করা উচিত’, বনগাঁর সভায় মন্তব্য ফিরহাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 PM May 02, 2019Updated: 08:52 PM May 02, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ‘বেটা সো জা, নেহি তো নরেন্দ্র মোদি আ জায়েগা৷ এবার থেকে এভাবেই মোদির পরিচিতি হবে’৷ বনগাঁর তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে মতিগঞ্জে সভা করতে গিয়ে এভাবেই মোদিকে তোপ দাগলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ নরেন্দ্র মোদিকে চম্বলের ডাকাত গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করে, ‘ঢপবাজ’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নাম মুখে আনি না৷’

Advertisement

[আরও পড়ুন: রাজনীতিতে যুযুধান দম্পতি, স্বামী জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্ত্রী অনন্যা]

বৃহস্পতিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে মতিগঞ্জের জ্ঞান বিকাশিনি সংঘের মাঠে সভা করেন ফিরহাদ হাকিম৷ তিনি মঞ্চে উপস্থিত হতেই মাঠ কানায় কানায় ভরে যায়৷ মন্ত্রী সভা থেকে বিজেপিকে ‘সন্ত্রাসবাদী দল’ বলে দাবি করে বলেন, ‘বিজেপিকে ব্যান করা উচিত ।’ বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন তিনি৷ তাঁর কথায়, রামচন্দ্রের রাবণকে বধ করে সীতা উদ্ধারের কাহিনীর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী  নিজেকে  সবচেয়ে বড় রামভক্ত বলেন৷ রাম,সীতার সম্মান রক্ষার্থে রাবণ বধ করেছিল প্রধানমন্ত্রী নিজের সীতাকে বাদ দিয়ে রেখেছেন৷’ মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন ফিরহাদ হাকিম।

[আরও পড়ুন: ফেসবুকেই মিটল রক্তসংকট, সোশ্যাল মিডিয়ায় আবেদনে সাড়া ২০ জনের]

এদিন মন্ত্রীর আক্রমণের নিশানায় ছিল আরএসএসও৷ তাঁর অভিযোগ,‘মন্দিরে গরুর মাংস আর মসজিদে শূকরের মাংস রেখে দাঙ্গা লাগিয়ে ভারত ভাগে ইন্ধন যুগিয়েছিল আরএসএস৷ আরএসএস এবং বিজেপি দুটোই সন্ত্রাসবাদী দল৷’ এদিন ফিরহাদ হাকিমের সভায় বনগাঁর দলীয় প্রার্থী মমতাবালা ঠাকুরকে দেখা যায়নি৷ প্রার্থীর অনুপস্থিতির কারণ নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে৷ তবে দলের তরফে জানানো হয়, প্রচারের কাজে অন্য জায়গায় আটকে পড়েছেন, ফিরহাদ হাকিমের সভায় পৌঁছাতে পারেননি প্রার্থী৷ তবে তাঁর হয়ে প্রচারে যে উদ্দীপনাময় বক্তব্য রেখেছেন ফিরহাদ হাকিম, সেই ভোকাল টনিক বেশ কাজ করবে বলেই আশা বনগাঁর তৃণমূল শিবিরের৷

The post ‘বিজেপি সন্ত্রাসবাদী দল, ব্যান করা উচিত’, বনগাঁর সভায় মন্তব্য ফিরহাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement