shono
Advertisement
Kalna

মাটি খুঁড়তেই জলের বদলে গ্যাস-আগুন! কালনায় তীব্র চাঞ্চল্য

প্রশাসনের পক্ষ থেকে ওএনজিসিকে খবর দেওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 03:50 PM Feb 22, 2025Updated: 03:52 PM Feb 22, 2025

অভিষেক চৌধুরী, কালনা: জলের বদলে আগুন! মাটির খুঁড়ে জল বের করতে গিয়ে বিপত্তি! জলের পরিবর্তে শোঁ-শোঁ শব্দে বেরিয়ে এল গ্যাস ও আগুন! নাদনঘাট থানার দক্ষিণবাটি এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় চোখ কপালে উঠেছে এলাকার বাসিন্দাদের। তৈরি হয়েছে আতঙ্কও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকলবাহিনী। যদিও জলপ্রকল্পের কাজটিকে বন্ধ রেখে ও এলাকাটিকে ঘিরে রেখে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে ওএনজিসিকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড়ের দক্ষিণবাটিতে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য সাবমার্সিবল বসানোর কাজ শুরু হয়। মাটির গভীরে প্রায় ৩০০ ফুট গর্ত করার কাজ সম্পন্ন হতেই তলায় নামানো হয় পাইপ। তারপরেও জল না মেলায় মিস্ত্রিদের সন্দেহ হয়। এরপর পাইপ তুলে নিতেই মাটির তলা থেকে শোঁ-শোঁ শব্দে গ্যাস বের হয়। মাটির উপরে দপ করে আগুন জ্বলে ওঠে। সেই শিখা কয়েক ফুট উপরে উঠতেই তৈরি হয় আতঙ্ক। পুলিশ-প্রশাসনের কর্তারা-সহ দমকলবাহিনী ছুটে আসে। নেভানো হয় আগুন। কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয়রা জানান, ২৯০ ফুট বোরিং করে পাইপ মাটির তলায় ঢোকালেও জল মেলেনি। সন্দেহ হতে পাইপ তোলা হয়। এরপরেই শোঁ-শোঁ শব্দ হতেই দপ করে মাটির উপরে আগুন জ্বলে ওঠে। পাঁচ-সাত ফুট আগুনের ফুলকি ওঠে। সমুদ্রগড় পঞ্চায়েতের প্রধান রনজিৎ দেবনাথ বলেন, "দক্ষিণবাটি মৌজায় নতুন সাবমার্সিবল তৈরির কাজ চলছিল। পাইপ বসানোর সময় নিচের থেকে গ্যাস বের হচ্ছিল। দেশলাই দিয়ে দেখতেই আগুন জ্বলে ওঠে। জলপ্রকল্পটিকে সিল করে রাখা হয়েছে। ঘটনার কথা ব্লক প্রশাসনকে জানানো হয়। ওএনজিসিকে খবর দেওয়া হয়েছে।” এওই এলাকা থেকে প্রাকৃতিক গ্যাস মেলার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলের বদলে আগুন! মাটির খুঁড়ে জল বের করতে গিয়ে বিপত্তি!
  • জলের পরিবর্তে শোঁ-শোঁ শব্দে বেরিয়ে এল গ্যাস ও আগুন!
  • নাদনঘাট থানার দক্ষিণবাটি এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় চোখ কপালে উঠেছে এলাকার বাসিন্দাদের।
Advertisement