shono
Advertisement

কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের

বৈঠক করতে গেলে মন্ত্রী গৌতম দেবকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন৷ The post কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Jun 07, 2019Updated: 06:52 PM Jun 07, 2019

অরূপ বসাক, মালবাজার: কৃষকদের থেকে অনিচ্ছা সত্ত্বেও জমি নিয়ে ‘ভোরের আলো’ প্রকল্প করা হবে না৷ আজ, শুক্রবার রাজ্যের পর্যটন মন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলার পর এই আশ্বাস দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বরাবরই কৃষকদের স্বার্থরক্ষার কথা বলেন৷ তাই এখানেও কৃষকদের অসুবিধা হয়, এমন কোনও কাজ করা হবে না৷ তবে কার কী সমস্যা, তা যেন আলোচনার মাধ্যমে ঠিক করা হয়, সেই আবেদনও রেখেছেন মন্ত্রী গৌতম দেব৷

Advertisement

[আরও পড়ুন: নিমতায় তৃণমূল নেতা খুনের তদন্তে সিআইডি, গ্রেপ্তার আরও ১]

প্রায় ৩০০ কৃষকের থেকে জমি নিয়ে হেলিপ্যাড তৈরির যে প্রকল্প করতে চলেছে রাজ্য সরকার, তার বিরোধিতায় এখন উত্তপ্ত জলপাইগুড়ির গজলডোবা৷ কৃষকদের দাবি, জমি অধিগ্রহণের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে৷ এই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারকে তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন৷ শুক্রবার সেই সময়সীমা শেষ হওয়ায় ভোরের আলো প্রকল্পের সামনেই পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হল কৃষক পরিবারগুলি৷

গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড তৈরির জন্য সাইনবোর্ড লাগানো হয়েছিল সরকারের তরফে৷ কৃষকদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই জমি অধিগ্রহণ করা হয়েছিল৷ রাজ্য সরকারের লাগিয়ে দিয়ে যাওয়া সাইনবোর্ডও উপড়ে ফেলার চেষ্টা চলে৷ এনিয়ে দিন দুই আগে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা৷ গোটা আন্দোলনের নেপথ্যে বিজেপির কৃষক মোর্চা ইউনিয়নের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠছিল৷ এনিয়ে ধুন্ধুমার পরিস্থিতির জেরে সরকারপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, সরকার থেকে এই জমি নিয়ে তাঁদের সঙ্গে কোনও সমাধান না করলে, বৃহত্তর আন্দোলনে নামা হবে৷ সেইমতো, শুক্রবার সেই সময়সীমা শেষ হতেই গজলডোবায় ‘ভোরের আলো’ প্রকল্পের পাশে রাজ্য সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান৷ সঙ্গে রয়েছে বিজেপির কৃষক মোর্চা ইউনিয়ন।

[আরও পড়ুন: লোকসভা ভোটে হারের জের, জেলা সভাপতির পদ খোয়ালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে এনিয়ে বৈঠকের আগেই তাঁরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান৷ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিক্ষোভ চোখে পড়ে মন্ত্রী গৌতম দেবের৷ তিনি নিজে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের বোঝান৷ বলেন, কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব৷ সেইসঙ্গে এও মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী কৃষক স্বার্থ রক্ষার পক্ষে৷ তাই কৃষক স্বার্থ বিঘ্নিত করে কোনও প্রকল্প হবে না বলেও মৌখিক আশ্বাস দেন৷  

The post কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement