shono
Advertisement
Habra

বাংলাদেশে ঘুরতে গিয়ে বিয়ে, নাবালিকা বউকে নিয়ে দেশে ফিরতেই এ কী হল স্বামীর!

হাবড়ার বাসিন্দা ওই যুবক।
Published By: Tiyasha SarkarPosted: 08:30 PM Dec 02, 2025Updated: 08:30 PM Dec 02, 2025

অর্ণব দাস, বারাসত: বাংলাদেশে ঘুরতে গিয়ে সেদেশের নাবালিকাকে বিয়ে করেছিলেন হাবড়ার যুবক। চোরা পথে বউ নিয়ে দেশে ফেরাই কাল। শ্রীঘরে ঠাঁই হল যুবকের। নাবালিকার বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা রুজু করে সল্টলেকের একটি হোমে পাঠানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ বাগচী। হাবড়া থানার টুনিঘাটার বাসিন্দা ওই যুবক দুর্গাপুজোর আগে বাংলাদেশে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তাঁর বিয়ে হয় গোপালগঞ্জ জেলার কাতারিপাড়ার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে। বিয়ের পর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নাবালিকা বধূকে সে অবৈধভাবে এদেশে নিয়ে আসে বলে অভিযোগ। প্রথমে দিকে এক আত্মীয়ের বাড়িতে নাবালিকা স্ত্রীকে রাখলেও পরে বাড়ি নিয়ে যান বিশ্বজিৎ। এই খবর জানতে পেরেই যুবকের বাড়ি হাজির হয় হাবড়া থানার পুলিশ। বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। হোমে পাঠানো হয়েছে নববধূকে।

মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে ধৃতের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত কিনা, সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এপ্রসঙ্গে বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, "ধৃতের বিরুদ্ধে মূলত পকসো ধারা, সঙ্গে অপহরণের ধারায় মামলা রুজু হয়েছে। নাবালিকার কাছে বয়সে প্রমাণপত্র না থাকায় মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে বয়স জানা হবে। তাঁর ১৮ বছর বয়স হলে ডেপুটেশনের প্রক্রিয়া করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে ঘুরতে গিয়ে সেদেশের নাবালিকাকে বিয়ে করেছিলেন হাবড়ার যুবক।
  • বউ নিয়ে দেশে ফিরে শ্রীঘরে ঠাঁই হল যুবকের।
  • নাবালিকার বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা রুজু করে সল্টলেকের একটি হোমে পাঠানো হয়েছে।
Advertisement